বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বুধবার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৈঠক শেষে খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে ঘোষণা করেন, এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেল উৎপাদক সংস্থাগুলোকে বিক্রয় মূল্য লিটার প্রতি ১০ টাকা কমাতে হবে। সারা দেশে একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম একই রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। গত মাসে একাধিক তেল সংস্থা তাদের ভোজ্য তেলের দাম লিটার প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম আরও কিছুটা কমেছে। ফলে আবার নতুন করে দাম কমানোর নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জারি করল।

Skip to content