রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

প্রতিবেশীর মোরগের ডাকে বিরক্ত এক চিকিৎসক। অবশেষে সমস্যার সমাধানের জন্য তিনি পুলিশের দারস্থ হলেন। মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা ওই চিকিৎসকে অভিযোগ, পাশের বাড়ির পোষা মোরগটি রোজ ভোরে কর্কশ ডাকে। ফলে তাঁর ঘুমের ব্যাঘাত হয়। তাঁর আরও বক্তব্য, পেশাগত কারণে জন্য তাঁকে অনেক রাত জাগতে হয়। গভীর রাতে বাড়ি ফিরেন। সেকারণে খুব ভোরে ঘুম ভেঙে গেলে সারা দিনের কাজে ভীষণ সমস্যা হয়। অনেক সময় প্রভাব পড়ে রোগীর চিকিৎসার উপর।
গ্রাম বা মফস্বলে মোরগের ডাক খুব স্বাভাবিক ঘটনা। মোরগের ডাক জানান দেয়, ভোর হয়েছে। ভোরবেলায় মোরগের ডাক অনেকের কাছে তো ঘড়ির অ্যালার্মের মতো। তবে সেই ডাকে বিরক্ত হয়ে কোনও ব্যক্তি পুলিশের দারস্থ হতে পারেন কেউ স্বপ্নেও ভাবতে পারেন?
আরও পড়ুন:

টানা ১০ মিনিট ধরে ট্রেনের টিকিট কাটা যাবে না, সপ্তাহান্তেই বন্ধ থাকবে এই পরিষেবা, জানিয়ে দিল রেল

শীতলতম দিন! কলকাতায় এক ধাক্কায় অনেকটাই পারদ পতন, দু’দিনে আরও কমবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া দফতরের

চিকিৎসক জানান, “প্রতিবেশী এক মহিলার পোষা মোরগ রয়েছে। সেই মোরগের ডাকে ঘুমোনোর পুরো দফারফা অবস্থা। ভোর হতে না হতেই উচ্চস্বরে চিৎকার করতে থাকে মোরগ। মহিলাকে অনেক বার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এতে কাজের কাজের কিছুই হয়নি। রোজ রোজ এই ভাবে ঘুমের ব্যাঘাত কাজের সঙ্গে আমার শরীরের উপরও প্রভাব ফেলছে।”
আরও পড়ুন:

‘পিকা’ রোগে আক্রান্ত কিশোরীর পাকস্থলীতে ৩ কেজি চুল! কী এই রোগ?

হেঁশেলের মশলাতেই রয়েছে ক্যানসার প্রতিরোধের উপাদান, কোনগুলি ব্যবহার করবেন?

এদিকে, প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মেটানোর চেষ্টা করা হবে। এর পরেও সমস্যা না মিটলে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ১৩৩ অনুযায়ী মামলা রুজু করা হবে।

Skip to content