বুধবার ৪ সেপ্টেম্বর, ২০২৪


দূষণের জন্য দিল্লির বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ভয়ংকর ভাবে তলানিতে এসে ঠেকেছে। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, রাজধানীর আকাশে বাতাসের গুণমান সূচক ছিল ৪৫৩! এই তথ্য থেকে পরিষ্কার দিল্লির বাতাস কতটা ‘ভয়াবহ’। বিশেষজ্ঞদের বক্তব্য, এই বাতাস একেবারেই শ্বাস নেওয়ার জন্যও উপযোগী নয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে দিল্লির সরকার।
নয়ডার সব স্কুল বন্ধ রেখে আপাতত অনলাইনে পঠনপাঠনের কথা বলা হয়েছে। দিল্লিতেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এও মনে করা হচ্ছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে, ‘দ্য কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ বৃহস্পতিবার দিল্লি এবং এনসিআর-এ বায়ুর গুণমান ঠিক রাখতে চার স্তরীয় বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, দিল্লি এবং এনসিআর-এ পুরনো ইঞ্জিনের ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হচ্ছে। কেবল বিএস-৬ ইঞ্জিন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িই চলবে। শুধু তাই নয়, অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী ট্রাক ছাড়া শুধু বৈদ্যুতিক এবং সিএনজি চালিত ট্রাকই দিল্লিতে প্রবেশ করার অনুমতি পাবে।
আরও পড়ুন:

রক্তচাপ কমে গিয়েছে, চিন্তিত চিকিৎসকরা, ৭২ ঘণ্টা পর কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা?

নিয়মিত প্রেসার কুকারে রান্না করেন? বিপদ এড়াতে অবশ্যই এই ৫ বিষয়ে নজরে রাখুন

সেই সঙ্গে স্থগিত রাখা হবে উড়ালপুল, হাইওয়ে, পাইপলাইন, ওভারব্রিজ নির্মাণের কাজ। যে সব কারখানা বিশুদ্ধ জ্বালানি ব্যবহার করে না, তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুধ বা দুগ্ধজাত শিল্প, জীবনদায়ী চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে। সেই সঙ্গে দিল্লিতে এক দিন অন্তর জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচলে আরও কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Skip to content