ছবি প্রতীকী
মৌসম ভবন আগেই সতর্ক করেছিল ১৫ থেকে ১৮ জানুয়ারি উত্তর ভারত জুড়ে নতুন করে ফের দাপট বাড়বে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরও থাকবে। হাওয়া দফতরের
পূর্বাভাস, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাংশে রবিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশের কিছু জায়গায়। এদিকে, হালকা বৃষ্টিতে ভিজেছে অরুণাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, সিকিম, অসম এবং আন্দামান এবং নিকোবরের কিছু কিছু এলাকা। তাই পারদ নতুন করে কমতে শুরু করেছে।
পূর্বাভাস, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাংশে রবিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশের কিছু জায়গায়। এদিকে, হালকা বৃষ্টিতে ভিজেছে অরুণাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, সিকিম, অসম এবং আন্দামান এবং নিকোবরের কিছু কিছু এলাকা। তাই পারদ নতুন করে কমতে শুরু করেছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের কোনও কোনও এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। মধ্যপ্রদেশে সর্বনিম্ন পারদ কমবেশি ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমবে। সে কারণে পূর্ব ভারতের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রার ২-৪ ডিগ্রিতে নামতে পারে।
১৫-১৮ জানুয়ারি রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ১৬-১৭ জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিন হরিয়ানা, পঞ্জাব, দিল্লি এবং উত্তরপ্রদেশে কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে।
১৫-১৮ জানুয়ারি রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ১৬-১৭ জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিন হরিয়ানা, পঞ্জাব, দিল্লি এবং উত্তরপ্রদেশে কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে।
আরও পড়ুন:
আবার নামবে তাপমাত্রার পারদ? কী পূর্বাভাস দিল হাওয়া দফতর
শুধু লেবু নয়, তার খোসাও বেশ উপকারী, কোন কোন কাজে একে ব্যবহার করতে পারেন?
শনিবার হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লি, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে ৭-১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এই সব এলাকায় ফের তাপমাত্রার পারদ নামার কারণ হল উত্তুরে হাওয়া, জন্মু-কাশ্মীর, হিমাচলে তুষারপাতের জন্য। পারদ হিমাঙ্কের নীচে নেমেছে রাজস্থানের চুরুতে। সেখানে শনিবার সর্বনিম্ন পারদ ছিল হিমাঙ্কের ০.৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন:
ঠোঁটের কোণে কালচে দাগ-ছোপ? কী ভাবে পাবেন দাগ-ছোপ মুক্ত গোলাপি নরম ঠোঁট
সৃজিতের ‘পদাতিক’-এ জীতু কি ফের সত্যজিতের চরিত্রে? কী বললেন জীতু কমল?
হাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা থাকায় বহু ট্রেন ও বিমান দেরিতে চলছে। উত্তর রেল জানিয়েছে, অন্তত ২০টি ট্রেন দেরিতে চলছে। এদিকে সোমবার থেকে দিল্লিতে শৈত্যপ্রবাহ শুরু হাওয়ার সম্ভাবনা। রবিবার রাজধানীর সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও ৩ ডিগ্রি নামতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।