শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫

দিল্লিতে বহুতলে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে তিন তলা একটি বাড়িতে। এই বাড়িটিতে একাধিক অফিস রয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার পর দমকা হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যস্ত সময়ে আগুন লাগায় সে সময় বাড়িটিতে অনেক মানুষজন ছিলেন। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে আগুনে ঝলসে। ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন থেকে প্রাণ বাঁচতে অনেকেই বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন। এদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুত্বর। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। আগুন আয়ত্তে আনতে ২৪টি দমকলের ইঞ্জিন নামানো হয়। যদিও এখনও আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পাশাপাশি আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।


Skip to content