দিল্লির বাতেসে দূষণের মাত্রা এতটাই ভয়ংকর যে, শ্বাস নেওয়াই দায়! অনেকেই অসুস্থ বোধ করছেন। কারও কারও শ্বাসকষ্ট, চোখজ্বালা ভাব, কাশি-হাঁচি থামছেই না। ফলে দিল্লির একাধিক হাসপাতালে ক্রমশ রোগীদের ভিড় বাড়ছে।
এমনিতে দীপাবলির পর থেকে মানুষের মধ্যে এই ধরনের উপসর্গ বাড়ছিল। অনেকেই হাসপাতালে ভিড় করছিলেন। এখন সেই রোগীর সংখ্যা আরও বেড়ে চলেছে। বৃহস্পতিবার দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে দেখা গিয়েছে লম্বা লাইন। এদের মধ্যে বেশির ভাগই শ্বাসকষ্টে ভুগছেন। কারও কারও দীর্ঘদিন ধরে হাঁচি ও কাশি হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বয়স্করা। অনেকের গলাব্যথা ও কাশিও রয়েছে।
এমনিতে দীপাবলির পর থেকে মানুষের মধ্যে এই ধরনের উপসর্গ বাড়ছিল। অনেকেই হাসপাতালে ভিড় করছিলেন। এখন সেই রোগীর সংখ্যা আরও বেড়ে চলেছে। বৃহস্পতিবার দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে দেখা গিয়েছে লম্বা লাইন। এদের মধ্যে বেশির ভাগই শ্বাসকষ্টে ভুগছেন। কারও কারও দীর্ঘদিন ধরে হাঁচি ও কাশি হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বয়স্করা। অনেকের গলাব্যথা ও কাশিও রয়েছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, মূলত মাত্রারিক্ত দূষণের প্রভাবেই বেশিরভাগ মানুষ অসুস্থ বোধ করছেন। তাই অকারণে তাঁরা বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। চিকিৎসকরা বিশেষ করে সকালের দিকে বাড়ির বাইরে না বেরোতে বলছেন। আর প্রতিদিন খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি রাখার পরামর্শ দিচ্ছেন।
দূষণের জন্য দিল্লির বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ভয়ংকর ভাবে তলানিতে এসে ঠেকেছে। শনিবারের সকালে রাজধানীর রিপোর্ট অনুযায়ী, রাজধানীর আকাশে বাতাসের গুণমান সূচক ছিল ৫০০-র বেশি! কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বসানো ৩৩টি ‘মনিটর’ থেকে শনিবার এই পাওয়া তথ্য পাওয়া গিয়েছে। এই তথ্য থেকে পরিষ্কার দিল্লির বাতাস কতটা ‘ভয়াবহ’। বিশেষজ্ঞদের বক্তব্য, এই বাতাস একেবারেই শ্বাস নেওয়ার জন্যও উপযোগী নয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে দিল্লির সরকার।
দূষণের জন্য দিল্লির বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ভয়ংকর ভাবে তলানিতে এসে ঠেকেছে। শনিবারের সকালে রাজধানীর রিপোর্ট অনুযায়ী, রাজধানীর আকাশে বাতাসের গুণমান সূচক ছিল ৫০০-র বেশি! কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বসানো ৩৩টি ‘মনিটর’ থেকে শনিবার এই পাওয়া তথ্য পাওয়া গিয়েছে। এই তথ্য থেকে পরিষ্কার দিল্লির বাতাস কতটা ‘ভয়াবহ’। বিশেষজ্ঞদের বক্তব্য, এই বাতাস একেবারেই শ্বাস নেওয়ার জন্যও উপযোগী নয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে দিল্লির সরকার।
আরও পড়ুন:
সাধের বাড়িতে এই সব সামগ্রী রেখেছেন? তাহলে সংসারে সুখ-শান্তি ফেরাতে অবশ্যই এগুলি মেনে চলুন
উত্তম কথাচিত্র, পর্ব-৯: দুঃসময়ের স্মৃতিগুলো ‘কার পাপে’? [১৫/০৮/১৯৫২]
নয়ডার সব স্কুল বন্ধ রেখে আপাতত অনলাইনে পঠনপাঠনের কথা বলা হয়েছে। দিল্লিতেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি এও মনে করা হচ্ছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে, ‘দ্য কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ বৃহস্পতিবার দিল্লি এবং এনসিআর-এ বায়ুর গুণমান ঠিক রাখতে চার স্তরীয় বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, দিল্লি এবং এনসিআর-এ পুরনো ইঞ্জিনের ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হচ্ছে। কেবল বিএস-৬ ইঞ্জিন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িই চলবে। শুধু তাই নয়, অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী ট্রাক ছাড়া শুধু বৈদ্যুতিক এবং সিএনজি চালিত ট্রাকই দিল্লিতে প্রবেশ করার অনুমতি পাবে।
এদিকে, ‘দ্য কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ বৃহস্পতিবার দিল্লি এবং এনসিআর-এ বায়ুর গুণমান ঠিক রাখতে চার স্তরীয় বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, দিল্লি এবং এনসিআর-এ পুরনো ইঞ্জিনের ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হচ্ছে। কেবল বিএস-৬ ইঞ্জিন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িই চলবে। শুধু তাই নয়, অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী ট্রাক ছাড়া শুধু বৈদ্যুতিক এবং সিএনজি চালিত ট্রাকই দিল্লিতে প্রবেশ করার অনুমতি পাবে।
আরও পড়ুন:
একশো কোচ নিয়ে আল্পসে ছুটল বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন! পেরল ৪৮ রেল ব্রিজ ও ২৮টি টানেল
দিদিমার হাতের লোভনীয় গোকুল পিঠে খুব মনে পড়ে? এ বার নিজেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি
সেই সঙ্গে স্থগিত রাখা হবে উড়ালপুল, হাইওয়ে, পাইপলাইন, ওভারব্রিজ নির্মাণের কাজ। যে সব কারখানা বিশুদ্ধ জ্বালানি ব্যবহার করে না, তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুধ বা দুগ্ধজাত শিল্প, জীবনদায়ী চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে। সেই সঙ্গে দিল্লিতে এক দিন অন্তর জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচলে আরও কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।