শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চার মাসের মধ্যে প্রথম বার সংক্রমণ ৮০০ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৪১ জন। এই সংখ্যা গত এক মাসের আগের হিসাবে প্রায় ছ’গুণ। এক দিন আগেও করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৪। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৮৯। গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। তুলনামূলক ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেশি কেরল, মহারাষ্ট্র, কর্নাটক এবং গুজরাতে।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪,৪৬,৯৪,৩৪৯ জন। করোনা রোগীর সংখ্যা মোট সংক্রমণের ০.০১ শতাংশ। ৯৮.৮০ শতাংশ সুস্থতার হার। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৪১,৫৮,১৬১ জন মানুষ।
আরও পড়ুন:

মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বর্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস

জন্মের পর থেকে ছ’মাস শিশুকে স্তন্যপান করালে কি জল খাওয়ানোর দরকার পড়ে?

ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে মোকাবেলা করতে পদক্ষেপ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার ছয় রাজ্যে চিঠি পাঠিয়েছে। এই ছ’টি রাজ্যে উল্লেখযোগ্য ভাবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিঠি পাঠানো হয়েছে। সেই ছয় রাজ্য হল— মহারাষ্ট্র, তেলঙ্গনা, কেরল, গুজরাত, কর্নাটক এবং তামিলনাড়ু।
আরও পড়ুন:

দিনের কোন সময়ে ওজন মাপবেন? সপ্তাহের কোন দিনে মাপলে ঠিকঠাক ওজন জানা যাবে?

স্বাদে-আহ্লাদে: কুলের আচারের নাম শুনলে জিভে জল আসে? রইল সহজ রেসিপি

চিঠিতে রাজ্যের প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিৎসা এবং টিকা দেওয়ায় জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঠিক নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড সংক্রমণকে রখতে জেলা, উপ জেলা এবং পঞ্চায়েত স্তরে পরীক্ষা বৃদ্ধির কথাও বলা হয়েছে চিঠিতে।

Skip to content