শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৫৭ জন। এই নিয়ে টানা পাঁচদিন করোনা সংক্রমণের সংখ্যা ৩০০০-এর উপরে রয়েছে। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩২৪ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ১.০৭ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৫০০। ২৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর মধ্যে কেরলে ২১ জন, ওড়িশাতে দু’জন, পশ্চিমবঙ্গে, কর্নাটক ও উত্তরপ্রদেশে এক জন করে মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৭২৩ জন বলে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে।

Skip to content