বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার মহারাষ্ট্রের পালঘরের কাছাকাছি জায়গায় একটি গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। সাইরাসের গাড়ি একটি ডিভাইডারে জোরে ধাক্কা মারে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে এও জানা গিয়েছের, রবিবার দুপুর নাগাদ ৫৪ বছর বয়সী সাইরাস মিস্ত্রি আমদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন। তিনি ছিলেন একটি মার্সিডিজ গাড়িতে। রবিবার বিকেল ৩.১৫ থেকে ৩.৩০-এর মধ্যে পালঘরের কাছে সূর্য নদীর সেতুর উপরে তাঁর গাড়িটি ডিভাইডারে জোরে ধাক্কা মারে। পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, এটি নিছকই একটি পথ দুর্ঘটনা। গাড়িতে সাইরাসের সঙ্গে চালক-সহ আরও দু’জন ব্যক্তি ছিলেন। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধারের পর গুজরাতের একটি হাসপাতালে নিয় যাওয়া হয়েছে, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
এক আধিকারিক জানিয়েছেন, গাড়ি চালাচ্ছিলেন অনহিতা পান্ডোল (৫৫) নামে মুম্বইয়ের এক নামকরা স্ত্রী-রোগ বিশেষজ্ঞ। সামনের আসনে বসেছিলেন অনহিতার স্বামী দারিয়াস পান্ডোলে (৬০)। আর গাড়ির পিছনের আসনে সাইরাস এবং অনহিতার শ্বশুর জাহাঙ্গির ছিলেন। ওই পুলিশ আধিকারীক আরও জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ১২০ কিলোমিটার দূরে। গাড়িতে ভালোই গতি ছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, সামনে থাকে একটি গাড়িকে বাঁ দিক থেকে অতিক্রম গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দু’জনকে গাড়ি থেকে টেনে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর গাড়িতে থাকা বাকি দু’জন ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: শিশু জলে ডুবে গেলে তৎক্ষণাৎ কী করণীয়? প্রাথমিক চিকিৎসা নিয়ে পরামর্শে শিশু বিশেষজ্ঞ

পর্ব-৬: নিমাই সন্ন্যাস প্রসঙ্গে গিরিশচন্দ্র

বাবা পালোনজি মিস্ত্রি টাটা সন্স বোর্ড থেকে অবসর নিলে ২০০৬ সালে সাইরাস সেখানে যোগ দেন। তার ঠিক ছ’বছর পর অর্থাৎ ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে গেলে সেই পদে আসীন হন সাইরাস। টাটার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তিনি টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান হয়েছিলেন। ওই পদে তিনি ২০১৬ সাল পর্যন্ত ছিলেন। তবে ওই বছরেই সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে সাইরাসকে সরিয়ে সেই জায়গায় নটরাজন চন্দ্রশেখরনকে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:

হোমিওপ্যাথি: শ্বেতি ঠিক কেন হয়? এই রোগ কি পুরোপুরি নিরাময় সম্ভব?

গঙ্গার উপরে আরও একটি সেতু তৈরি হতে চলেছে, কেন্দ্রের বিপুল বরাদ্দ সড়ক প্রকল্পে

কিন্তু বোর্ড অব ডিরেক্টর্স এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সাইরাস ‘এনসিএলএটি’-র দ্বারস্থ হন। ‘এনসিএলএটি’ মামলাটি খারিজ করে দিলে তিনি ট্রাইবুনালের দ্বারস্থ হন। সাইরাসের অভিযোগ, তাঁকে কোম্পানি আইন মেনে সরানো হয়নি। দ্বিতীয় দফায় এনসিএলএটি সাইরাসের পক্ষেই রায় দিলে ২০১৯ সালে তিনি তাঁর পদ ফিরে পান। এর পরে টাটা সন্স আবার ‘এনসিএলএটি’-র নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তার রায়ে জানায়, ‘এনসিএলএটি’-র সিদ্ধান্ত সঠিক নয়, অযৌক্তিক। সাইরাসের অপসারণ নিয়ম মেনেই হয়েছিল।

Skip to content