শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

ঘূর্ণিঝড় ‘মোকা’ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে এগিয়ে চলেছে উত্তরের দিকে। এ নিয়ে দিল্লির মৌসম ভবন বিকেল সাড়ে চারটে নাগাদ এক বিবৃতি দিয়েয়েছে। সেখানে জানানো হয়েছে, শেষ ৬ ঘণ্টা ধরে ঘূর্ণিঝড় ‘মোকা’র গতি ছিল ঘণ্টায় ৬ কিলোমিটার। দুপুর আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড়টি আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। বাংলাদেশের কক্সবাজার থেকে ১,১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। আবার মায়ানমারের সিত্ত্বের থেকে ১,০৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ‘মোকা’।
মৌসম ভবনের পূর্বাভাস, বৃহস্পতিবার সন্ধে নাগাদ ‘মোকা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবার শুক্রবার ভোরে নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। তার পর গতি পরিবর্তন করে সে এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। পূর্বাভাস মিললে, আগামী ১৪ মে, রবিবার দুপুর নাগাদ কক্সবাজার এবং মায়ানমারের কাউকপুর মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড় ‘মোকা’ আছড়ে পড়তে পারে। আছড়ে পড়ার সময় মোকার গতিবেগ ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার থাকতে পারে।
আরও পড়ুন:

তীব্র গরমে ত্বকের জ্বালাপোড়া ভাব আটকাতে অবশ্যই মাথায় রাখুন এই ৬ দাওয়াই

পঞ্চমে মেলোডি, পর্ব-৮: সলিল চৌধুরীর সুরারোপিত গান খুব মনোযোগ দিয়ে শুনতেন পঞ্চম

‘মোকা’র জেরে আন্দামানে বৃহস্পতিবার থেকেই ভারী বর্ষণ হতে পারে। এমনকি, শুক্রবার অতি ভারী বৃষ্টিও হতে পারে। শনি এবং রবিবারও আন্দামানের কোনও কোনও জায়গায় ‘মোকা’র প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

ত্বকের জৌলুস বাড়াতে চান? তাহলে সকালে এক কাপ কালো চা প্রয়োজন

তাপমাত্রা ৪০ ডিগ্রি! এসি ছাড়া গতি নেই! সারা রাত এসি চালিয়েও কী করে বিল কম আসবে?

‘মোকা’র জেরে ভারতের উত্তর-পূর্বের কিছু রাজ্যেও ভারী বৃষ্টি হতে পারে। মৌসম ভবনের রিপোর্ট বলছে, শনিবার ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা এবং মিজোরামে। রবিবার, ১৪ মে ত্রিপুরা এবং মিজোরামের কোনও কোনও এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে। পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার নাগাল্যান্ড, মণিপুর, দক্ষিণ অসমেও।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব এবং মধ্য-পূর্ব বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। বৃহস্পতিবার আরও বেশি উত্তাল হতে পারে সমুদ্র। শুক্রবার এবং শনিবার সমুদ্র বিপজ্জনক ভাবে অশান্ত হয়ে উঠতে পারে। ১৪ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Skip to content