বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

দেশ জুড়ে ক্রমশ করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। দেশের বেশ কয়েকটি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশ ছুঁয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, এখন দেশের মোট ১৪টি জেলায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনক। সেই সব জেলায় সঙ্ক্রমণের হার ১০ শতাংশ বা তারও বেশি।
১২ মার্চ থেকে ১৮ মার্চ এই এক সপ্তাহের কোভিড পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দেশের ৩৪টি জেলায় সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে। উদ্বেগের কারণ হল, শেষ চার দিন পর্যন্ত ৫ থেকে ১০ শতাংশ সংক্রমণের হারের সংখ্যা ছিল মাত্র ১৫টি জেলায়। কিন্তু পরের চার দিনে সেই সংখ্যাটি লাফিয়ে পৌঁছে গিয়েছে ৩৪-এ! অর্থাৎ দ্বিগুনেরো বেশি।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১২: প্রকৃত অর্থে পুজোর মধ্যমে ভগবান লাভের শর্তই হল চিত্তশুদ্ধি

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১০: ব্যস্ত পৃথিবী ছাড়িয়ে কোথায় যেন চলে এলাম উত্তরমেরুর জনমানবহীন এই জঙ্গলে, যেখানে এখন শুধুই রাত

করোনা সংক্রমণ চিন্তা বাড়িয়েছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কেরল, গোয়া, রাজস্থান এবং মধ্যপ্রদেশে। এই রাজ্যগুলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকে।

গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিতে চিঠি লিখেছিলেন করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছিলেন। আবার নতুন করে সংক্রমণ বাড়াকে ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞেরাও। বিশেষজ্ঞেরা মনে করছেন, এখনই কড়া পদক্ষেপ না করলে ভবিষ্যতে কোভিড ফের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। তাই আমজনতাকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?

তবে দেশে মৃত্যুর হার খুবই কম, হাতেগোনা। রবিবারের থেকে সোমবার সংক্রমণের সংখ্যাও কমেছে। রবিবার আক্রান্তের সংখ্যা হাজারের বেশি ছিল। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১৮ জন মানুষ।

Skip to content