সে চুপিসারে আসে! এই নিয়ে টানা ছ’দিন দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা দু’হাজারের বেশি থাকল। গত রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩ জন। পরদিন অর্থাৎ সোমবার সংক্রমণের কিছুটা কমলেও ২,৫৪১ জন আক্রান্ত হয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, রোজ ০.৮৪ শতাংশ সংক্রমণের হার বেড়েছে। ১৬ হাজার ৫২২ জন সক্রিয় রোগী। ৩০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, সুস্থতার সংখ্যা ১,৮৬২।
বিশেষজ্ঞদের মতে, ফের ধীরে ধীরে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগাম সুরক্ষার জন্য মাস্ক পরতেই হবে। প্রয়োজন মতো স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধিও মানতে হবে। পাশপাশি যতটা সম্ভব টিকাকরণে জোর দিতে হবে। সংক্রমণ বৃদ্ধির হারকে হাল্কা ভাবে না নিয়ে কীভাবে পরিস্থিতিতে মোকাবিলা সম্ভব, সে বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আগামী বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ফের ধীরে ধীরে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগাম সুরক্ষার জন্য মাস্ক পরতেই হবে। প্রয়োজন মতো স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধিও মানতে হবে। পাশপাশি যতটা সম্ভব টিকাকরণে জোর দিতে হবে। সংক্রমণ বৃদ্ধির হারকে হাল্কা ভাবে না নিয়ে কীভাবে পরিস্থিতিতে মোকাবিলা সম্ভব, সে বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আগামী বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।