শনিবার ৯ নভেম্বর, ২০২৪


তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ তীর্থক্ষেত্র। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুষলধারে বৃষ্টি হয় অমরনাথ গুহা এবং কালীমাতার মধ্যবর্তী জায়গায়। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে জলস্ফীতি বেড়ে এবং বন্যায় ২৫টি পুণ্যার্থীর শিবির মুহূর্তে ভেসে চলে গিয়েছে। এই ঘটনায় কম করে ১৫ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বহু মানুষের কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়বে। এদিকে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু করেছে। হেলিকপ্টার নিয়ে পৌঁছেছে ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনীও।
আচমকা বৃষ্টিতে অমরনাথের গুহার উপর থেকে তুমুল গতিতে জল নামতে শুরু করে। এর পরই একাধিক এলাকায় হুরমুরিয়ে জল ঢুকে যায়। মনে করা হচ্ছে, ঘটনার সময় ওই এলাকাইয় প্রায় ১০ থেকে ১২ হাজার পুণ্যার্থী ছিলেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, পুন্যার্থীদের খাবার এবং আশ্রয়ের জন্য বেশ কয়েকটি লঙ্গরখানা নষ্ট হয়ে গিয়েছে।
ভারতীয় সেনা দ্রুত উদ্ধার কাজের জন্য ছ’টি দল নামিয়েছে। সেই সঙ্গে নামানো হয়েছে হেলিকপ্টারও। কোভিডের জন্য দু’ বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন থেকে শুরু হয়েছিল যাত্রা। এখন পর্যন্ত ৭২ হাজার পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।
প্রধানমন্ত্রী টুইটারে করে লিখলেন, ‘অমরনাথে মেঘভাঙা বৃষ্টি উদ্বেগজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহাজির সঙ্গে কথা হয়েছে।পুরো ঘটনার খবর নিয়েছি। দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে। সব রকম সহায়তা করা হচ্ছে।


Skip to content