শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সরকারি চাকরির পদোন্নতিতেও সরক্ষণ! সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির সরক্ষণের বন্দোবস্ত রেখেই ৮,০৮৯ জন সরকারিকর্মী এবং আধিকারিকের পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে। পদোন্নতির এই বিষয়টি প্রায় ছ’বছর ধরে একাধিক আইনি জটিলতায় আটকে ছিল।
কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর সূত্রে খবর, ১,৭৩৪ জন সরকারিকর্মীর পদোন্নতির জন্য সংরক্ষণকে মাপকাঠি হিসেবে ধরা হয়নি। ৫,০৩২ জন অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের পদোন্নতি হয়েছে। পদোন্নতিতে সংরক্ষণের সুবিধা পেয়েছেন ৭২৭ জন তফসিলি জাতি (এসসি) এবং ২০৭ জন (তফসিলি জনজাতি) এসটি সরকারিকর্মী। বাকি ৩৮৯ জন সরকারিকর্মীর পদোন্নতিতে কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর তথ্য উল্লেখ করেনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই সংক্রান্ত মামলায় ২০২০ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সরকারি কর্মীদের পদোন্নতিতে সংরক্ষণ দেওয়া হবে কি না সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে কেন্দ্র বা রাজ্য সরকারগুলির ওপর। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিয়েও বাধ্য নয় কেন্দ্রীয় বা রাজ্য সরকার। এমনকি, এ বছর জানুয়ারি মাসে পদোন্নতিতে সংরক্ষণের নতুন মাপকাঠি তৈরির নিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিল। যদিও শীর্ষ আদালতের বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি বি আর গাভাইকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ তা খারিজ করে দেয়।

Skip to content