বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘভাতা বাড়ালো কেন্দ্র। সপ্তম পে কমিশমের সুপারিশের ভিত্তিতে এই ভাতা বাড়ানো হয়েছে। ৩ শতাংশ ডিএ বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট ডিএ-এর পরিমাণ ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ। কর্মচারীদের ডিএ বাড়ানো নিয়ে কথা অনেকদিন ধরে চললেও তাতে সিলমোহর পড়ে গতকাল, ৩০ মার্চ। কেন্দ্রের এই সিদ্ধান্তে বেতন বাড়বে প্রায় ৫০ লক্ষ কর্মচারীর এবং সুবিধা পাবেন প্রায় ৬৫ লক্ষ পেনশন প্রাপকও।
বিশেষজ্ঞ মহলের মতে, এখন মুদ্রাস্ফীতির হার ঊর্ধ্বমুখী। তাই কর্মীদের ক্ষতে প্রলেপ দিতে কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Skip to content