বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

শুক্রবার ক্যাবিনেট বৈঠকে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশবাসীকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে। সরকার খাদ্য সুরক্ষা আইনের আওতায় মোট ৮১.৩ কোটি ভারতীয় বিনামূল্যে রেশন পাবেন।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ৮১.৩ কোটি মানুষকে খাদ্য সুরক্ষা আইনের অধীন বিনামূল্যে আনাজ বিতরণের সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের জন্য কোষাগার থেকে প্রায় ২ লক্ষ কোটি টাকা বাড়তি খরচ হবে।
আরও পড়ুন:

সন্ধেবেলা খিদে পেলে শুধুই মুড়ি মাখা? স্বাদ বদলে মুড়ি দিয়েই তৈরি করে ফেলুন এই ৩ মুখরোচক নাস্তা

উত্তম কথাচিত্র, পর্ব-১৬: সংসার সুখের হয় ‘চাঁপাডাঙার বৌ’-র গুণে

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে বিনামূল্যে রেশন প্রকল্প, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীন ৮০ কোটি মানুষ আরও এক বছর বিনামূল্যেই রেশন সামগ্রী পাবেন। কেন্দ্রীয় সরকার ২০২০-তে অতিমারির সময় এই প্রকল্পের শুরু হয়েছিল। ওই প্রকল্প ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা। যদিও শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে তা আরও এক বছর বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:

প্রতিদিন সাড়ে তিন কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত! সংক্রমণে সব রেকর্ড ভেঙে গেল চিনে

রামদেবের দিব্যা ফার্মেসি-সহ ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন ৩ টাকা কেজি দরে চাল পাওয়া যায়। ২ টাকা কেজি দরে গম দেওয়া হয়। এতে আনাজও থাকে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সঙ্গে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পটিকে মিলিয়ে দিতে। এই সিদ্ধান্ত ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত চালু থাকে থাকবে।

Skip to content