রবিবার ৬ অক্টোবর, ২০২৪


অমিত শাহ (বাঁ দিকে) এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

অবশেষে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিক ভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল। সিএএ বিল পাশ হওয়ার পর চার বছর পর চালু হল হল।

স্বরাষ্ট্র মন্ত্রকে কর্মরত এক আধিকারিক গত মাসেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। ওই আইনের ধারা বা নিয়ম তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে।অনলাইন পোর্টালও তৈরি করা হয়ে গিয়েছে নাম নথিভুক্তকরণের জন্য। ওই আধিকারিক এ-ও জানিয়েছিলেন, ‘‘সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র পুরো প্রক্রিয়াই অনলাইনে হবে। অনলাইনে আবেদনকারীদের জানাতে হবে তাঁরা কবে ভারতে প্রবেশ করেছিলেন।’’
কেন্দ্রের মোদী সরকার ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল। সিএএ আইন বলছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশে সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় নিতে চাইলে, ভারত সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। সিএএ সংসদের দু’কক্ষে পাশ হয়ে গিয়েছে। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সিএএ বিলে অনুমোদন দিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় সরকার এত দিন সিএএ কার্যকর করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেনি।
আরও পড়ুন:

ধীরে ধীরে মুখে রোমের আধিক্য বেড়েছে? পিসিওএস-এ আক্রান্ত নন তো? বুঝবেন কী করে?

অম্বানীদের অনুষ্ঠানে রাত ৩টেয় নাচের সুযোগ পান অক্ষয়! পারিশ্রমিক পেয়েছিলেন কি খিলাড়ি?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ-ও বলেছিলেন, খুব তাড়াতাড়ি সিএএ কার্যকরের বিষয়ে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করবে।

Skip to content