রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ফের জওয়ানদের বাস দুর্ঘটনা। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের একটি বাস জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ে গেল। এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় ছয়জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই বাসটিতে মোট ৩৭ জন জওয়ান ছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পহেলগাঁও এলাকায় বাসের ব্রেক ফেল হলে এই দুর্ঘটনাটি ঘটে। ৩৭ জন আইটিবিপি জওয়ান এবং দুই পুলিশকর্মী ছিলেন। বাসটি নদীতে পড়ে একদম দুমড়ে-মুচড়ে গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে এও জানা গিয়েছে, ওই জওয়ানরা অমরনাথ যাত্রায় ডিউটি সেরে ফিরছিলেন। আহত জওয়ানদের শ্রীনগরে সেনা হাসপাতালে চিকিৎসা চলছে।
এ প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশ একটি টুইট করেছে। সেখানে জানানো হয়েছে, ‘বাস দুর্ঘটনাটি ঘটেছে পহেলগাঁওয়ে চন্দনওয়ারির কাছে। এই ঘটনায় ছয় আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ অনেকে। শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।’


Skip to content