দুর্ঘটনাগ্রস্ত বাস। ছবি: টুইটার।
একটি বিয়েবাড়ির বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে ২৬ জনের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে (মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে)। আহত হয়েছেন অন্তত চার জন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার রাত ২টো নাগাদ বাসটিতে আগুন লেগে যায়। বাসটি মহারাষ্ট্রের যবৎমল থেকে পুণে যাচ্ছিল। প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩: ব্যা ব্যা ব্ল্যাক শিপ
পুলিশ সূত্রে খবর, বাসটি যাত্রীদের নিয়ে ফিরছিল। আচমকা বাসের একটি টায়ার ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। সামনের একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারে। তার পরে বাসটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে বাসের ডিজেল ট্যাঙ্কে আগুন ধরে যায়। বাসযাত্রীরা ভিতরেই আটকা পড়েন।
আরও পড়ুন:
হাত বাড়ালেই বনৌষধি: বাড়িতে চন্দন আছে? কমতে পারে অনেক অসুখ-বিসুখ
দশভুজা: মাই নেম ইজ গওহর জান—ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অঘোষিত বিপ্লব এনেছিলেন এই শিল্পী
পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, বাসটির মধ্যে একটি বিছানা ছিল। তাতেই প্রথমে আগুন লাগে। তার পরে দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের চালক প্রাণে বেঁচে যান। পলিশ জানিয়েছেন, বাসে মধ্যে ঘুমিয়ে থাকা খালাসি আগুনে পুড়ে মারা যান। আহতদের বুলধানার একটি হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।