শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


মাঠে খেলতে গিয়ে বিপত্তি। ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৮ বছর বয়সি এক শিশু। মঙ্গলবার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডবি গ্রামে। কুয়োয় পড়ে যাওয়া শিশুর নাম তন্ময় দিয়াওয়ার।
খবর পেয়েই দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এ প্রসঙ্গে আঠনের থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ঘটেছে। মাঠের মধ্যেই একটি কুয়ো খনন করা হচ্ছিল। সেটি প্রায় ৪০০ ফুট গভীর। মাঠে খেলতে খেলতে আচমকা ওই কুয়োয় পড়ে যায় তন্ময়। উদ্ধারকার্যের জন্য মাটি খোঁড়ার মেশিনও আনা হয়েছে।
আরও পড়ুন:

চেষ্টা করেও চুল পড়ার সমস্যা কমছে না? এর পিছনে রোজের কোন অভ্যাস থাকতে পারে?

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস, বাংলায় কতটা প্রভাব পড়বে?

পুলিশ সূত্রে খবর, তন্ময় কূপের ৬০ ফুট গভীরে কোনও ভাবে আটকে ছিল। তাকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। কুয়ো থেকে উদ্ধারের পর তাকে অক্সিজেন দিতে হয়। এখন সে সুস্থ বলে পুলিশ জানিয়েছে।

Skip to content