শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বিহারের এক ব্যক্তির ৪০ জন স্ত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। বিহারে বর্ণবিত্তিক শুমারিতে এমন তথ্য উঠে এসেছে। ওই ব্যক্তির কীর্তিতে সরকারি আধিকারিকদের ঘুম উড়েছে। সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম রূপচাঁদ। তাঁর ব্যক্তির ৪০ জন স্ত্রী রয়েছেন।
বিষয়টি প্রকাশ্যে আসে বিহারের বর্ণভিত্তিক জনশুমারি চলার সময়। আরওয়াল জেলার এক যৌনপল্লীতে ৪০ জন মহিলা স্বামী হিসেবে রূপচাঁদের নাম জানিয়েছেন। এর পরে সরকারি আধিকারিকেরা মহিলাদের সন্তানদের প্রশ্ন করেন তাদের বাবার নাম কী তারাও রূপচাঁদের নাম নেয়।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: ডাব ও নারকেলের ইতিকথা

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: উদ্বেগের সমস্যায় ভুগছেন? এতে আপনার পরিপাকতন্ত্রের ক্ষতি হচ্ছে না তো?

এই কীর্তিমান ব্যক্তি কে?
আধিকারিকরা ওই ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছেন। তাঁদের মাথায় একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন রূপচাঁদ আসলে কে? ইনি কোথায় থাকেন? ইত্যাদি। আধিকারিকরা বিষয়টির সত্যতা যাচাই করতে ৪০ জন মহিলা ও তাঁদের সন্তানদের আধার ও প্যান কার্ড দেখতে চান। আশ্চর্যের বিষয় সেখানেও লেখা বাবা বা স্বামী হিসেবে রূপচাঁদেরই নাম রয়েছে।
আরও পড়ুন:

অনেক ওষুধ কেনার খরচ বেঁচে যেতে পারে এই ম্যাজিক পাতার ব্যবহার জানলে

স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

আরওয়াল জেলার যৌনপল্লীর ৭ নং ওয়ার্ডে থাকা মহিলাদের বসবসের জন্য স্থায়ী কোন জায়গা নেই। তাঁদের যৌনবৃত্তি করেই দিন চলে। তাঁরা যখন আধার ও প্যান কার্ড তৈরি করেন তখন তাঁরা নিজেরাই বর হিসেবে রূপচাঁদ নাম লেখেন। প্রশ্ন হল রূপচাঁদই কেন? রহস্য উন্মোচন করতে গিয়ে আধিকারিকরা জানতে পারেন, সেখানকার যৌনপল্লীতে টাকা শব্দের সমর্থক অথবা কোডওয়ার্ড হল রূপচাঁদ! তাঁদের কাছে টাকাই সবথেকে মূল্যবান বিষয়। তাই টাকার নামেই বরের নাম রেখেছেন ওই ৪০ জন মহিলা।

Skip to content