ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
একই বলে মোক্ষম দাওয়াই৷ না, কোনও রোগের দাওয়াই নয়, কর্মক্ষেত্রকে চাঙ্গা করতে এই দাওয়াই৷ আর সেই দাওয়াই নিয়ে এল বেঙ্গালুরুর ‘ওয়েকফিট সলিউশন’ নামে একটি স্টার্ট আপ সংস্থা। সংস্থাটি তাদের কর্মীদের ঝিমিয়ে পড়া থেকে একটু রেহাই দিতে কাজের ফাঁকে আধঘণ্টা ঘুমোনোর ভালো সুযোগ করে দিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, প্রত্যেক কর্মীকে কাজের ফাঁকে আধঘণ্টা ঘুমোনোর অধিকার দেওয়া হয়েছে৷ এর নাম দেওয়া হয়েছে ‘অফিসিয়াল ন্যাপ টাইম’। কর্মীরা রোজ দুপুর ২টো থেকে আড়াইটে পর্যন্ত নিশ্চিন্তে ঘুমতে পারবেন। শুধু তাই নয়, কর্মীদের ঘুমে যাতে কোনও সমস্যা না হয় সংস্থাটি সেরকম পরিবেশও তৈরি করার কথা ভাবছে৷ কর্মীদের যে ইমেল পাঠানো হয়েছে তাতে সংস্থারটি নাসা ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গবেষণার কথা উল্লেখ করেছে। কর্মীদের উদ্দেশ্যে ইমেলে বলা হয়েছে, কাজের মাঝে একটু বিশ্রাম নিলে বা ঘুমলে কর্মীদের কাজের মানোন্নয়নে তা উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। সংস্থার এই সিদ্ধান্ত রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা সংস্থার এই সাহসিকতার প্রশংসা করছেন। উল্লেখ্য, ‘ওয়েকফিট সলিউশন’ নামে এই সংস্থাটি মানুষের ঘুম সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করে থাকে।
তবে এই প্রথম নয়, সংস্থাটি এর আগেও একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছিল। তখন একটানা ১০০ দিন রোজ রাতে ৯ ঘণ্টা করে ঘুমোনোর জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল শিক্ষানবিশদের।
তবে এই প্রথম নয়, সংস্থাটি এর আগেও একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছিল। তখন একটানা ১০০ দিন রোজ রাতে ৯ ঘণ্টা করে ঘুমোনোর জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল শিক্ষানবিশদের।
Official Announcement ? #sleep #powernap #afternoonnap pic.twitter.com/9rOiyL3B3S
— Wakefit Solutions (@WakefitCo) May 5, 2022