ছবি প্রতীকী
ফের ব্যাংক ধর্মঘট। ব্যাংক কর্মী সংগঠনগুলি তাদের পাঁচ দফা দাবি নিয়ে আগামী ২৭ জুন সোমবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘট ডেকেছে। পাঁচটি দাবির মধ্যে মধ্যে কয়েকটি হল, প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ছুটি দিতে হবে। বেতন বৃদ্ধির করতে হবে। কর্মী এবং অফিসারদের জন্য ২০১০ সালে এপ্রিলের পর থেকে এপিএস ব্যবস্থা তুলে নিতে হবে। এ সবের পাশাপাশি পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবিতেও তারা সরব হয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে ব্যাংক কর্মী সংগঠনের সদস্যরা মুখ্য লেবার কমিশনার এস সি জোশীর সঙ্গে বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকে সমস্যার সমাধানের কোনও আশ্বাস না মেলায় আগামী ২৭ জুনে ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্মী সংগঠনগুলি।