ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হতেই আন্তর্জাতিক বাজারে অনেকটাই বেড়েছে ক্রুড অয়েলের দাম। জ্বালানির এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার দু’দিন ধর্মঘটের ডাক দিয়েছে দিল্লির অটো ও ট্যাক্সি অ্যাসোসিয়েশন। ধর্মঘটীদের স্পষ্ট বক্তব্য, এই দু’দিন বিরাট সংখ্যক অটো ও ট্যাক্সি রাজধানীর পথে নামবে না।
বিভিন্ন ট্যাক্সি ও অটো ইউনিয়ন দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে এবার তাঁরা সরব হলেন। তাঁদের দাবি, জ্বালানির দাম কমাতে হবে। দিল্লির অটো রিকশ সংঘের সাধারণ সম্পাদক রাজেন্দ্র সোনি সংবাদসংস্থা এএনআইকে বলেন, কেন্দ্র ও দিল্লি সরকার তাঁদের তোলা দাবিগুলোকে গুরুত্ব দিচ্ছে না। ৩০ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এ বিষয়ে চিঠি দিয়েছিলেন তাঁরা। কিন্তু, সরকারের তরফে চিঠির কোনও সদোত্তর আসেনি। তাই লাগাতার জ্বালানি বৃদ্ধির প্রতিবাদে ২ দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে, দিল্লির অটো রিকশ সংঘ কখনওই চায় না, যে ভাড়া বাড়ুক এবং নিত্যযাত্রীদের পকেটে টান পড়ুক। তাই তাঁদের একটাই দাবি, জ্বালানির দাম যেন না বাড়ে এবং সিএনজির দামে যেন ভুর্তুকি দেওয়া হয়।
বিভিন্ন ট্যাক্সি ও অটো ইউনিয়ন দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে এবার তাঁরা সরব হলেন। তাঁদের দাবি, জ্বালানির দাম কমাতে হবে। দিল্লির অটো রিকশ সংঘের সাধারণ সম্পাদক রাজেন্দ্র সোনি সংবাদসংস্থা এএনআইকে বলেন, কেন্দ্র ও দিল্লি সরকার তাঁদের তোলা দাবিগুলোকে গুরুত্ব দিচ্ছে না। ৩০ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এ বিষয়ে চিঠি দিয়েছিলেন তাঁরা। কিন্তু, সরকারের তরফে চিঠির কোনও সদোত্তর আসেনি। তাই লাগাতার জ্বালানি বৃদ্ধির প্রতিবাদে ২ দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে, দিল্লির অটো রিকশ সংঘ কখনওই চায় না, যে ভাড়া বাড়ুক এবং নিত্যযাত্রীদের পকেটে টান পড়ুক। তাই তাঁদের একটাই দাবি, জ্বালানির দাম যেন না বাড়ে এবং সিএনজির দামে যেন ভুর্তুকি দেওয়া হয়।