শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


প্রবল বর্ষণে ভাসছে অসম! সেখানকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র-সহ অসম দিয়ে প্রবাহিত নদীর জলস্তর উত্তরোত্তর বাড়ছে। জলের তোড়ে একাধিক জায়গায় জায়গায় নদীবাঁধ ভেঙে গিয়েছে। কোনও কোনও অংশে নদীর বুক ছাপিয়ে গ্রামে জল ঢুকে পড়েছে। বন্যার জেরে অসমের ১০ জেলার অন্তত ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রচুর ফসলও নষ্ট হয়েছে।
কেন্দ্রীয় জল আয়োগ (সিডব্লুসি) সূত্রে জানা গিয়েছে, অসমে গত কয়েক দিন একটানা বৃষ্টি চলছে। জোরহাট জেলার নেমাতিঘাটের কাছাকাছি এলাকায় ব্রহ্মপুত্র নদ একেবারে বিপদসীমার উপর দিয়ে বইছে। কোপিলি এবং পুটিমারি নদীও তাই। রাজ্যের অনেক নদীর দু’কুল ছাপিয়ে বইছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ব্রহ্মপুত্র অববাহিকার। জলের তোড়ে একাধিক জেলায় রাস্তা ও নদীর উপরের সেতু ভেঙে গিয়েছে। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও জলের তলায়।
আরও পড়ুন:

বিশেষ অফারের সঙ্গে ঝটপট ডেলিভারি! অ্যামাজন আনল প্রাইম লাইট, আগের চেয়ে কতটা কম দামে মিলবে?

পঞ্চমে মেলোডি, পর্ব-১৬: ‘ও হানসিনি, মেরি হানসিনি কাঁহা উড় চলি’—কিশোর-পঞ্চম ম্যাজিক চলছেই

অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও অবধি অসমে বন্যার জেরে ১০ জেলার ৩৭,৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জমি ধসে গুয়াহাটিতে একজনের মৃত্যু হয়েছে। যদিও বন্যার জন্য এখনও কারও মৃত্যু হয়নি। বিশ্বনাথ, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর, তামুলপুর এবং উদালগিরি জেলায় ক্ষতির পরিমাণ বেশি। ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে। এর মধ্যে লখিমপুরে ৮টি চলছে। আর উদালগিরিতে দু’টি শিবির চালু করা হয়েছে।

Skip to content