কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিলেন। চাকরির শর্ত হল: যে সব তরুণ-তরুণীদের বয়স সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে তারা অগ্নিপথ প্রকল্পে আবেদন করতে পারবে। চাকরির মেয়াদ চার বছর। চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখা অর্থাৎ স্থল, নৌ এবং বায়ুসেনাতে তাদের নিয়োগ করা হবে। মাসিক ৩০ থেকে ৪৫ হাজার টাকা বেতন। চতুর্থ বছরে শেষে প্রার্থীর যোগ্যতা ও সেনায় শূন্যপদের সংখ্যা অনুযায়ী সেই নির্দিষ্ট ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে অন্তর্ভুক্ত করা হবে ভারতীয় সেনায়। যাঁরা এই সুযোগ পাবেন না তাঁদের এককালীন ১১ থেকে ১২ লক্ষ টাকা দেওয়া হবে অবসরের সময়। এঁদের পেনশনও থাকবে না।
এ নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য, চাকরির জন্য ভারতীয় সেনাই হল তরুণদের জন্য সবথেকে বড় ও নির্ভরশীল জায়গা। সাধারণ বাড়ির তরুণরা মূলত চাকরির স্থায়িত্বের কারণে ভারতীয় সেনার চাকরিকে বেছে নেন। অগ্নিপথ প্রকল্পের চাকরি চুক্তিভিত্তিক হওয়ায় চার বছরের মেয়াদ শেষ হলেই অবসর নিতে হবে। পাশাপাশি অবসরের সময় এককালীন টাকা পাওয়া গেলেও, এতে পেনশনের কোনও ব্যবস্থা নেই। ফলে রুজি রজগারের জন্য ফের চাকরির সন্ধান করতে হবে তাঁদের। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলিও। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার কোষাগারের অর্থ বাঁচাতে এই চুক্তিভিত্তি সেনা নিয়োগের সদ্ধান্ত নিয়েছে।
#WATCH | Bihar: Armed forces aspirants protest at Bhabua Road railway station, block tracks & set a train ablaze over #AgnipathRecruitmentScheme
They say, "We prepared for long&now they've brought ToD (Tour of Duty) as a 4-yr job.Don't want that but the old recruitment process" pic.twitter.com/TmhfnhHiVg
— ANI (@ANI) June 16, 2022
The ‘Agnipath’ scheme approved by the CCS chaired by Prime Minister Shri @narendramodi is a truly transformative reform which will enhance the combat potential of the Armed Forces, with younger profile and technologically adept soldiers. #BharatKeAgniveer pic.twitter.com/2NI2LMiYVV
— Rajnath Singh (@rajnathsingh) June 14, 2022
#WATCH | Bihar: Youth demonstrate in Chhapra, burn tyres and vandalise a bus in protest against the recently announced #AgnipathRecruitmentScheme pic.twitter.com/Ik0pYK26KY
— ANI (@ANI) June 16, 2022