শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ ২০১৯ সালে কেন্দ্র শুরু করেছিল। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’-এর সফলতা পাওয়ার জন্য প্রধান যে কাজটি করণীয় তা হল আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক।
এই লিঙ্ক করা থাকলে বোঝা যাবে কোনও বৈধ গ্রাহক এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কি না। আরও একটি কারণ হল ‘ন্যাশনাল ফুড সিকিউরিটি’ অ্যাকটের আওতায় পরিয়ায়ী শ্রমিকরা তাদের কাজের জায়গাতেও এই রেশন পাবে যদি তাদের রেশন কার্ড ও আধার কার্ডের লিঙ্ক থাকে।
আগে এই লিঙ্ক করানোর জন্য দফায় দফায় সময় বাড়ানো হয়েছিল। এবার লিঙ্ক করানোর শেষ দিন ছিল আগামী ৩১ মার্চ। যদিও সেই তারিখ বাড়িয়ে করা হল ৩০ জুন পর্যন্ত। এই স্কিমের মধ্যে ৮০ কোটি উপভোক্তা রয়েছে এবং ৯৬ শতাংশ মানুষ ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’এর আওতায় এসেছে।

এই লিঙ্ক করার জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন
পরিবারের সকলের রেশন কার্ড ও আধার কার্ড এবং সেই কার্ডগুলির জেরক্স।
পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজের ফটো।

অনলাইনে লিঙ্ক করার পদ্ধতি
প্রথমে আপনাকে পিডিএস সেন্টারের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রেশন ও আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর বসাতে হবে। কন্টিনিউ যে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। শেষে ওটিপি বসাতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

অফলাইনে লিঙ্ক করার পদ্ধতি
উপরি উল্লিখিত ডকুমেন্টগুলি নিয়ে আপনাকে পিডিএস সেন্টার বা রেশনশপে যেতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাকে পাশবইয়ের (ব্যাংকের) জেরক্স জমা দিতে হবে।

Skip to content