বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


দোষী সাব্যস্ত রাহুল।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করল গুজরাতের একটি আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্যে তাঁকে এই সাজা হয়েছে। বৃহস্পতিবার সুরত দায়রা আদালত ২০১৯ সালের এক মানহানি মামলায় সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে। তবে দু’বছরের জেলের সাজা হলেও তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।
জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দু’বছর বা তার বেশি জেলের সাজা হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে। তাই সে আশঙ্কা রয়েছে রাহুলের। যদিও রাহুলের আইনজীবী কিরীট পানওয়ালা বিচারক এইচএইচ বর্মার এজলাসে সাজা কমানোর আবেদন জানিয়েছেন। রাহুলের আইনজীবী আদালতে দাবি করেছেন তাঁর মক্কেলের মন্তব্যে কারও ক্ষতি হয়নি।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি, সবসময়ের সাথী ‘হরিতকী’

শখের নখ কয়েক দিনেই ভেঙে যাচ্ছে? কী খেলে সমস্যা কমবে

২০১৯ সালের লোকসভা ভোটে রাহুল কর্নাটকে প্রচারে গিয়েছিলেন। সেখানে এক প্রচার সভায় তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’’ রাহুল ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদী এবং আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেছিলেন। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগ আনা হয়। গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদী রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। সাজা ঘোষণার সময় রাহুল আদালতে উপস্থিত ছিলেন না।

Skip to content