ছবি প্রতীকী
স্বামী লিঙ্গ বদলে মহিলা থেকে পুরুষ হয়েছেন। আট বছর বৈবাহিক সম্পর্কের পর জানতে পারলো স্ত্রী। স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন ৪০ বছর বয়সি ওই মহিলা। ঘটনাটি গুজরাতের বডোদরার। সূত্রের খবর, ওই মহিলার প্রথম স্বামীর ২০১১ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। তাঁর ১৪ বছরের একটি মেয়েও আছে। প্রথম স্বামীর মৃত্যুর পর বিজয় বর্ধনের সঙ্গে এক ‘ম্যাট্রিমনিয়াল সাইটে’ পরিচয় হয়। এরপর ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর বিজয় শারীরিক সম্পর্ক স্থাপন করতেই চাইতেন না। নানা অজুহাত দিতেন। ‘বিকৃত’ যৌনতাই তাঁকে আকৃষ্ট করত। দিনের পর দিন এমন ঘটনায় ওই মহিলার মনে সন্দেহ বাসা বেঁধেছিল।
কিছুদিন এই ভাবে যাবার পর ওই মহিলা শারীরিক সম্পর্ক করার জন্য তাঁকে খুব জোর করেন। তখন তাঁর স্বামী তাঁকে জানান যে, তিনি শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষম। কারণ কয়েক বছর আগে রাশিয়ায় একটি দুর্ঘটনায় তিনি জখম হয়েছিলেন। তাঁর কঠিন অস্ত্রোপচারও হয়। সেই জন্যই তিনি শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবেন না। কিন্তু একটা ছোট অস্ত্রোপচারের পর তিনি ঠিক হয়ে যাবেন বলে আশ্বাস দেন বিজয়। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করাতে কলকাতায় গিয়েছিলেন বলে জানান তাঁর স্বামী। কিন্তু সেই সময়ই তিনি লিঙ্গ বদল করেছেন বলে নিজেই স্বীকার করে নিয়েছেন। লিঙ্গ বদলে তিনি মহিলা থেকে পুরুষ হয়েছেন। বিয়ের আট বছর কাটানোর পর স্বামীর এমন স্বীকারোক্তিতে হতবাক মহিলা।
আরও পড়ুন:
‘ডন থ্রি’-তে দুই ‘ডন’ অমিতাভ-শাহরুখকে একসঙ্গে দেখা যাবে? চমক দিতে থাকছেন রণবীর সিংও?
লাল বিকিনিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, মলদ্বীপে নজর কাড়লেন অনিল-কন্যা রিয়া
৪০ বছর বয়সি ওই মহিলা গত বুধবার স্বামী বিরাজ বর্ধনের বিরুদ্ধে গোত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তাঁর স্বামী বিয়ের সময় লিঙ্গ বদলের কথা সবাইকে লুকিয়েছিলেন। এমনকি তাঁর সঙ্গে ‘বিকৃত’ যৌনতায় লিপ্ত হতেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। আবার এই সব কথা অন্য কাউকে জানালে তাঁর ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলেও হুমকিও দিতেন স্বামী। তাই ওই মহিলা স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতা ও প্রতারণার এফআইআর দায়ের করেছেন। সেখানে নাম রয়েছে বিজয়ের পরিবারের সদস্যদেরও। কারণ তাঁরাও বিষয়টি লুকিয়ে গিয়েছেন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিজয় দিল্লির বাসিন্দা। তাঁর আগের নাম ছিল বিজয়েতা। আপাতত তাঁকে বডোদরায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অভিযোগের ভিত্তিতে তাঁকে এখনও গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিজয় দিল্লির বাসিন্দা। তাঁর আগের নাম ছিল বিজয়েতা। আপাতত তাঁকে বডোদরায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অভিযোগের ভিত্তিতে তাঁকে এখনও গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।