ছবি প্রতীকী
কাজের খোঁজে ৪ সন্তানকে নিয়ে বাংলা থেকে হরিয়ানায় গিয়েছিলেন বাবা-মা। বৃহস্পতিবার সেখানেই আগুনে ঝলসে মৃত্যু হল রাজ্যের ৬ জনের। মৃতরা সবাই উত্তর দিনাজপুরের ইসলামপুরের জাকিরবস্তি গ্রামের বাসিন্দা। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খাদি বস্ত্র তৈরি করতেন দম্পতি মহম্মদ করিম (৪০) এবং আফরোজ বেগম (৩৫)। সেই সূত্রেই হরিয়ানার পানিপতের বিচপারি গ্রামে তাঁরা একটি ভাড়াবাড়িতে থাকতেন। তাঁদের সঙ্গে দুই কন্যা রেশমা (১২), ইশরাত জাহান (১৭) এবং দুই পুত্র আবদুস (৭), আফরান (৫) থাকত।
আরও পড়ুন:
পছন্দের ফেস প্যাক কয়েক মাসেই নষ্ট হয়ে গেল? কী ভাবে রাখলে তার আয়ু বাড়বে?
জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?
পানিপত পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে রান্নার কাজ চলছিল। সে সময় আচমকা আগুন লেগে যায়। অগুনে ওই পরিবারের সকলেই পুড়ে মারা যান। গ্যাস সিলিন্ডার লিক করার জন্যই বাড়িতে আগুন লেগে যায়। বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীদের বিষয়টি নজরে আসে।
আরও পড়ুন:
শীতের মরসুমে নদীর তীরে চড়ুইভাতির পরিকল্পনা? শহরের কাছেপিঠে হাওড়াতেই আছে মনের মতো পিকনিক স্পট
নিহত করিমের বাবা মহম্মদ সুলতান জানান, ‘‘সংসারে অভাব। তাই রুটিরুজির টানে বড় ছেলে বাইরে গিয়েছিল। সেখানেই খাদি কাপড় তৈরি করত। আজ সকালে জানতে পারলাম, আমার ছেলে ও বৌমা এবং চার নাতি, নাতনি সাবাই মারা গিয়েছে। তারা ২ বছর ধরে হরিয়ানাতে কাজ করছিল। কী ভাবে যে এ রকম দুর্ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না।’’