![](https://samayupdates.in/wp-content/uploads/2022/09/Bengaluru-1.jpg)
ছবি প্রতীকী
বেঙ্গালুরু শহরের ট্র্যাফিক জ্যাম ২২৫ কোটি টাকা ক্ষতি! ঘটনাটি গত ৩০ আগস্টের। এদিন রাস্তায় জ্যামের জন্য পাঁচ ঘণ্টা আটকে পড়েছিলেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা। বিষয়টি নিয়ে ওই সংস্থাটি কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে একটি চিঠি দিয়েছে। সংস্থাটি চিঠিতে লিখেছে, বেঙ্গালুরুর আউটার রিং রোড এলাকায় বিভিন্ন অফিস মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ মানুষ কাজ করেন। সেন্ট্রাল সিল্ক বোর্ড থেকে কৃষ্ণরাজাপুরম পর্যন্ত বহু ছোট বড় অফিস রয়েছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/09/Sudipta-Biswas.jpg)
উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে পাশ, ‘আমব্রেলা গার্ল’ সুদীপ্তা এখন অনার্সের ছাত্রী
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/09/Howrah-Bridge.jpg)
গঙ্গার উপরে আরও একটি সেতু তৈরি হতে চলেছে, কেন্দ্রের বিপুল বরাদ্দ সড়ক প্রকল্পে
দেখতে গেলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই সব এলাকায় প্রায় ১০ লক্ষ মানুষের রোজগার জড়িয়ে। আর এরকম একটি গুরুত্বপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা। অধিকাংশ সময়ই সংস্থার কর্মীরা ট্র্যাফিক জ্যামে আটকে পড়েন। এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গার পরিকাঠামোর উন্নয়নে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সেই সঙ্গে পরিস্থিতি না বদলালে ভবিষ্যতে অন্যত্র অফিস সরিয়ে নিতে হবে বলে তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছে।