শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


জঙ্গলে গলায় তার পেঁচানো অবস্থায় গাছ থেকে ঝোলা একটি বাঘকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। বাঘের দেহটি পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর একাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ডেপুটি ফরেস্ট রেঞ্জার এবং এক জন বিট গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। দুই মূল অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।
এ প্রসঙ্গে ছত্তরপুরের সার্কল কনজারভেটর সঞ্জীব ঝা জানিয়েছেন, দুই মূল অভিযুক্তকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সপ্তাহের শুরুতে তিলুগা বিটের কাছে একটি গাছে বাঘের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:

বাইরে দূরেঃ বাংলা— পৌরাণিক অনন্যতায় ঘুড়িষা

দশভুজাঃ আমার উড়ান— থামতে শেখেননি ইন্দুবেন, বড়া পাও-তেই বাজিমাত!

সঞ্জীব ঝা এও বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্য প্রাণীদের ধরার জন্য ফাঁদে লাগানো হয়েছিল। আর তাতেই বাঘটি জড়িয়ে যায়। ওই অবস্থায় গাছে ওঠার সময় পা পিছলে সেই তার গলায় ফাঁসের মতো আটকে যায়। শেষমেশ ২০০ কেজি ওজনের ওই বাঘের মৃত্যু হয় শ্বাসরুদ্ধ হয়ে।

কলকাতার বিরিয়ানির স্বাদ কোলাঘাটেও মিলবে, আমিনিয়া এ বার নতুন শাখা খুলল জাতীয় সড়কের উপরে

ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে

উল্লেখ্য, মধ্যপ্রদেশে কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, পান্না এবং সঞ্জয় দুবরি—মোট ছয়টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২২-এর জুলাইয়ের মধ্যে মধ্যপ্রদেশে মোট ২৭০টি বাঘের মৃত্যু হয়েছে। তাঁর মধ্যে শুধু ২০২১ সালেই মধ্যপ্রদেশে ৪২টি বাঘের মৃত্যু হয়েছে। ৩২টি বাঘের মৃত্যু হয়েছে ২০২২ সালে।

Skip to content