ছবি প্রতীকী
আঞ্জনির প্রাথমিক লক্ষণ কী কী?
আঞ্জনি খুব কমই একসঙ্গে উভয় চোখকে প্রভাবিত করে। একজন ব্যক্তির সাধারণত এক চোখে একটি আঞ্জনি হয়। তবে, এক বা একাধিক বার আঞ্জনি হতে পারে।
চোখের বাইরে আঞ্জনি
চোখের পাতার বাইরের প্রান্ত বরাবর বহিরাগত আঞ্জনি আবির্ভূত হয়। চোখ হলুদ হয়ে যেতে পারে। পুঁজে ভরে থাকে। স্পর্শ করলে বেদনাদায়ক হতে পারে।
আপনি কি নাক ডাকার সমস্যায় জেরবার? রেহাই পেতে এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন
হেলদি ডায়েট: আপেল খেতে ভালোবাসেন? পুষ্টিগুণ বেশি পেতে দিনের কোন সময়ে খেতে হবে জানেন?
চোখের ভিতরে আঞ্জনি
চোখের পাতার ভিতরে ফোলাভাব তৈরি হয়। সাধারণত, খুবই বেদনাদায়ক। এগুলি সাধারণত মেইবোমিয়ান গ্রন্থিতে সংক্রমণের কারণে হয়। এই গ্রন্থিগুলিতে এক প্রকার ক্ষরণ হয়, যা চোখের আবরণের অংশ তৈরি কর। রোগীদের চোখে জ্বালা ভাব, চোখের পাপড়িতে অস্বস্তি, চুলকানি, আলোর দিকে তাকাতে না পারা, ছড়ে যাওয়া, চোখে কোণে যেন কিছু লেগে আছেএমন অনুভূতি হয়। পলক ফেলার সময় অস্বস্তি অনুভব হতে পারে।
আপনার সন্তান কি পড়া মনে রাখতে পারে না? তাহলে সকাল শুরু হোক গুড় দিয়ে, সঙ্গে থাকুক এই উপাদানটিও
উত্তম কথাচিত্র, পর্ব-২০: মেলা থেকে ফিরে ‘অন্নপূর্ণার মন্দির’
কেন এমনটা হয়
কিশোর-কিশোরীদের মধ্যে সাধারণত স্টাই হওয়ার প্রবণতা বেশি থাকে। তবে যে কোনও বয়সেই তা হতে পারে। নিম্নলিখিতগুলি স্টাইল হওয়ার ঝুঁকি বাড়াতে পারে:
যদিও স্টাইগুলি ছোঁয়াচে নয়। তবে পরিবারের যে কারওই হতে পারে। তাই অন্যের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা উচিত নয়।
স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি
জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসীকুলপতি বিশ্বনাথ
হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিওপ্যাথি ওষধ আঞ্জনি বা স্টাই নিরাময়ে খুবই কার্যকর। বিশেষ করে বার বার স্টাই হওয়ার প্রবণতা দূর করতে খুব উপকারী। হোমিওপ্যাথি ওষধ লক্ষণ সাদৃশ্যের উপর নির্ভর করে রোগীর উপর প্রয়োগ করা হয়। তাই এক একটি ওষধ এক এক জন রোগীর উপর ভালো কাজ করে। তবে কিছু ওষধ এই রোগে খুব কার্যকর, যা রোগের লক্ষণ কমাতে ও দ্রুত রোগ মুক্ত হতে সাহায্য করে। আঞ্জনির চিকিৎসায় কয়েকটি উল্লেখযোগ্য ওষুধ হল:
তবে হোমিওপ্যাথি ওষধের কত পটেন্সি কী পরিমাণে খেতে হবে তার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সঙ্গে রোগী প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করলে আঞ্জনি বা স্টাই নিরাময়ে খুবই কার্যকর।
যোগাযোগ: ৭০০৫৩৫৮৯১৬