ছবি প্রতীকী
পলিপ কী?
সাধারণত পলিপ হয় শরীরের যে নালি বা গ্রন্থিগুলি টিউব আকৃতির তাদের মধ্যেই। চিকিৎসকদের মতে, এটি এক ধরনের অস্বাভাবিক বৃদ্ধি। ওই পলিপ বা মাংসপিণ্ডের গায়ে মিউকাস মেমব্রেন, রক্তনালি থাকে। দেখতে অনেকটা আঙুরের ছাড়ানো খোসা বা ব্যাঙের ছাতার মতো। উচ্চতায় হাফ ইঞ্চি মতো হয়। পলিপের একটি গোড়া থাকে। সেটা দেখলে তার উৎস কোথায় বোঝা যায়।
পলিপ সাধারণ পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। পরিসংখ্যান বলছে, মহিলাদের তুলনায় পুরুষরা ২-৪ গুণ বেশি এই সমস্যায় ভোগেন। যে কারও পলিপ হতে পারে।
চোখে ঘন ঘন আঞ্জনি হয়? কী ভাবে কমবে? হোমিওপ্যাথিতে রয়েছে সহজ সমাধান
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫: সত্যিই কি মায়ের দয়ায় পক্স হয়?
প্রাথমিক উপসর্গ
উত্তম কথাচিত্র, পর্ব-২২: স্বপ্নের সারথি পাঠিয়েছেন ‘বকুল’ ফুল
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪: ভাবলাম এ যাত্রায় কোনও রকমে বাঁচা গেল, কিন্তু এতো সবে সন্ধ্যে! রাত তখনও অনেক বাকি…
ঝুঁকির কারণ
যাঁদের অ্যাসপিরিন বা অন্যান্য NSAIDs (নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ) ওষুধে অ্যালার্জি রয়েছে, তাদের পলিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫০: লুকোনো বই পড়ার জন্য রবীন্দ্রনাথ বাক্সের চাবি চুরি করেছিলেন
স্বাদে-গন্ধে: মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে? বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন জিভে জল আনা ক্ষীর মাধুরী
প্রতিরোধ
ডায়েট ফটাফট: না খেয়ে নয়, বরং খেয়েই কমান ওজন! কী কী খেলে মেদ ঝরবে? দেখুন ভিডিয়ো
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৫: ভক্তের আন্তরিকতা ও প্রার্থনা, ভগবানকে রেশম সুতোয় বেঁধে রাখে
হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিওপ্যাথি ওষধ নাকের পলিপ নিরাময়ে খুবই কার্যকর। বিশেষ করে বার বার পলিপ হওয়ার প্রবণতা দূর করতে সাহায্য করে। হোমিওপ্যাথি ওষধ লক্ষণ সাদৃশ্যের উপর নির্ভর করে রোগীর উপর প্রয়োগ করা হয়। তাই এক একটি ওষধ এক এক জন রোগীর উপর ভালো কাজ করে। তবে কিছু ওষধ এই রোগে খুব কার্যকর যা রোগের লক্ষণ কমাতে ও দ্রুত রোগ মুক্ত হতে সাহায্য করে। যেমন:
তবে হোমিওপ্যাথি ওষধ এর কত পটেন্সি, কী পরিমাণে খেতে হবে তার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সঙ্গে রোগী প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন খুব সহজেই নাকের পলিপ নিরাময় হয়ে যায়।
যোগাযোগ: ৭০০৫৩৫৮৯১৬