শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

নাকের ভিতর ক্রমশ মাংসপিণ্ড বাড়তে বাড়তে এমন একটি অবস্থা তৈরি হয় যে, তখন আমাদের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। গন্ধের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। সাইনাসের সমস্যাও বাড়ায়। এ নিয়ে চিকিৎসকের পরামর্শ, ওই মাংসপিণ্ড বা পলিপ অস্ত্রোপচার করে বাদ দিতে হবে। তবে এই রোগের চিকিৎসায় সার্জারিই একমাত্র পথ নয়। বরং আগাম সতর্ক হলে অস্ত্রোপচারের প্রয়োজনই পড়ে না। নাকের পলিপ বা নেজাল পলিপের একটি পরিচিত রোগ। পলিপ শরীরের অন্য অংশেও হতে পারে। নাক, কোলন ও রেক্টাম, ইউটেরাস এবং সার্ভিক্স এবং গল ব্লাডারেও পলিপ হয়ে পারে।
 

পলিপ কী?

সাধারণত পলিপ হয় শরীরের যে নালি বা গ্রন্থিগুলি টিউব আকৃতির তাদের মধ্যেই। চিকিৎসকদের মতে, এটি এক ধরনের অস্বাভাবিক বৃদ্ধি। ওই পলিপ বা মাংসপিণ্ডের গায়ে মিউকাস মেমব্রেন, রক্তনালি থাকে। দেখতে অনেকটা আঙুরের ছাড়ানো খোসা বা ব্যাঙের ছাতার মতো। উচ্চতায় হাফ ইঞ্চি মতো হয়। পলিপের একটি গোড়া থাকে। সেটা দেখলে তার উৎস কোথায় বোঝা যায়।

পলিপ সাধারণ পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। পরিসংখ্যান বলছে, মহিলাদের তুলনায় পুরুষরা ২-৪ গুণ বেশি এই সমস্যায় ভোগেন। যে কারও পলিপ হতে পারে।

আরও পড়ুন:

চোখে ঘন ঘন আঞ্জনি হয়? কী ভাবে কমবে? হোমিওপ্যাথিতে রয়েছে সহজ সমাধান

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫: সত্যিই কি মায়ের দয়ায় পক্স হয়?

 

প্রাথমিক উপসর্গ

নাক দিয়ে জল পড়া। এটি দীর্ঘস্থায়ী হতে পারে। রোগীর মনে হয় যেন তার সবসময় ঠান্ডা লেগে থাকে। তাই নাক বন্ধ থাকে।
কিছু ক্ষেত্রে, রোগীর নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। ফলে ঘুমের সমস্যা হতে পারে।
পোস্টনাসাল ড্রিপ।
একটি অনুভূতি শ্লেষ্মা ক্রমাগত গলার পিছন দিয়ে বয়ে চলেছে।
নাকের ঘ্রাণশক্তি কমে যায়। কারও কারও নাকে দুর্গন্ধ পাওয়া যায়।
হাঁচি হতে পারে। অল্প ধুলাবালি বা ধোঁয়াতে গেলেই প্রচণ্ড হাঁচি হতে থাকে।
সিগারেটের বা রান্নার ধোঁয়া সহ্য হয় না। দম বন্ধ ভাব চলে আসে।
মুখে ব্যথা
সাইনাসের মাথাব্যথা
নাক ডাকা।

চোখর চারপাশে চুলকানি।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াও সমস্যাও দেখা দিতে পারে।
রোগীরা সাধারণত নাক দিয়ে সর্দি ঝরা, নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভোগেন। কোনও সময় একটি নাক বন্ধ থাকে, আবার কোনও সময় অন্য নাকটি বন্ধ থাকে। অসুখ যত বাড়তে থাকে ততই ক্রমশ দুটো নাকই বন্ধ হয়ে যায়। প্রথমে আংশিকভাবে এবং পরে সম্পূর্ণভাবে।
মাথাব্যথা সাধারণত প্রাথমিক পর্যায়ে থাকে।
কারও কারও রোগীর গলায় খুসখুস ভাব থাকে। অনেকের আবার কাশিও থাকতে পারে।
নাকের পেছনে ইউস্টেশিয়ান টিউব আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় মধ্য কর্ণে সমস্যা হয়ে থাকে। কানের ভেতরে শোঁ শোঁ আওয়াজের সমস্যাও হতে পারে। মধ্যকর্ণের এই সমস্যা থেকে কারও কারও মাথা ঘুরানোভাব থেকে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২২: স্বপ্নের সারথি পাঠিয়েছেন ‘বকুল’ ফুল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪: ভাবলাম এ যাত্রায় কোনও রকমে বাঁচা গেল, কিন্তু এতো সবে সন্ধ্যে! রাত তখনও অনেক বাকি…

 

ঝুঁকির কারণ

অ্যাসপিরিনের প্রতি সংবেদনশীলতা।
যাঁদের অ্যাসপিরিন বা অন্যান্য NSAIDs (নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ) ওষুধে অ্যালার্জি রয়েছে, তাদের পলিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
অ্যালার্জিজনিত ছত্রাকের বিশ্বস্ত উৎস সাইনোসাইটিস।
রাইনাইটিস/রাইনোসাইনুসাইটিস: অনুনাসিক পথ এবং সাইনাসের একটি প্রদাহ, সাধারণত ১২ সপ্তাহ বা তার বেশি স্থায়ী হয়।
সিস্টিক ফাইব্রোসিস।
একটি দীর্ঘস্থায়ী ভাবে রোগ যা লিভার, ফুসফুস, অগ্ন্যাশয় এবং অন্ত্রের মতো অঙ্গগুলিকে প্রভাবিত করে।
যাঁদের বাবা-মায়ের নাকের পলিপ হয়েছে, তাঁদেরও পলিপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভিটামিন ডি-এর ঘাটতি।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫০: লুকোনো বই পড়ার জন্য রবীন্দ্রনাথ বাক্সের চাবি চুরি করেছিলেন

স্বাদে-গন্ধে: মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে? বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন জিভে জল আনা ক্ষীর মাধুরী

 

প্রতিরোধ

আপনার বাড়ির হওয়া-বাতাস শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করার কথা বিবেচনা করুন।
নিয়মিত এবং পরিষ্কার করে হাত ধোয়া ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের ঝুঁকি হ্রাস করে। ফলে সাইনাস এবং অনুনাসিক প্যাসেজের প্রদাহ কম হয়।
অনুনাসিক ভালো করে পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন:

ডায়েট ফটাফট: না খেয়ে নয়, বরং খেয়েই কমান ওজন! কী কী খেলে মেদ ঝরবে? দেখুন ভিডিয়ো

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৫: ভক্তের আন্তরিকতা ও প্রার্থনা, ভগবানকে রেশম সুতোয় বেঁধে রাখে

 

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি ওষধ নাকের পলিপ নিরাময়ে খুবই কার্যকর। বিশেষ করে বার বার পলিপ হওয়ার প্রবণতা দূর করতে সাহায্য করে। হোমিওপ্যাথি ওষধ লক্ষণ সাদৃশ্যের উপর নির্ভর করে রোগীর উপর প্রয়োগ করা হয়। তাই এক একটি ওষধ এক এক জন রোগীর উপর ভালো কাজ করে। তবে কিছু ওষধ এই রোগে খুব কার্যকর যা রোগের লক্ষণ কমাতে ও দ্রুত রোগ মুক্ত হতে সাহায্য করে। যেমন:
সেঙ্গুনেরিয়া,
থুজা
এলিয়াম সেপা
হিপার সালফিউরিকাম
নেট্রাম মিউরিটিকাম
থিওসিনামিনাম
ফরমিকা রুফা।

তবে হোমিওপ্যাথি ওষধ এর কত পটেন্সি, কী পরিমাণে খেতে হবে তার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সঙ্গে রোগী প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন খুব সহজেই নাকের পলিপ নিরাময় হয়ে যায়।

যোগাযোগ: ৭০০৫৩৫৮৯১৬

* হোমিওপ্যাথি (Homeopathy – Health Tips): ডাঃ দেবজ্যোতি সাহা (Debajyoti Saha), বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক।

Skip to content