ছবি: প্রতীকী। সংগৃহীত।
যৌন সম্পর্কের সময়ে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না হতে পারার এই সমস্যা আপনার আত্মবিশ্বাসকে কিন্তু ব্যাপক ভাবে প্রভাবিত করতে পারে। অনেক ক্ষেত্রেই এর জেরে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয়। এ জন্যই উত্তেজিত হতে বা ধরে রাখতে উপযুক্ত চিকিৎসা প্রয়োজন।
মনের দ্বিধা সরিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশির ভাগ ক্ষেত্রেই চিকিত্সকের পরামর্শে এর সমাধান হয়ে যায়। তবে কখনও কখনও ওষুধেরও প্রয়োজন হতে পারে।
পুরুষত্বহীনতার উপসর্গ
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
সমস্যার সম্ভাব্য কারণ
পুরুষদের যৌন উত্তেজনার প্রক্রিয়াটি জটিল। পুরো বিষয়টি মস্তিষ্ক, হরমোন, আবেগ, স্নায়ু, পেশি এবং রক্তনালীর সঙ্গে যুক্ত। এগুলির যে কোনও একটিতে সমস্যা হলে ইরেক্টাইল ডিসফাংশন দেখা দিতে পারে। একইভাবে মানসিক স্বাস্থ্যও ইরেক্টাইল ডিসফাংশনের কারণ হতে পারে। কখনও কখনও শারীরিক এবং মানসিক সমস্যা সম্মিলিত ভাবে ইরেক্টাইল ডিসফাংশনের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, খেয়াল করে দেখবেন ছোটখাট শারীরিক অসুস্থতাও আপনার যৌন ক্ষমতাকে কমিয়ে দেয়।
শারীরিক কারণ
শারীরিক নানা কারণেও ইরেক্টাইল ডিসফাংশন-এর সমস্যা হতে পারে। যেমন:
এছাড়াও যে সব কারণে সমস্যা হয়
মেটাবলিক সিনড্রোম
পেইরোনি রোগ
সার্জারি বা আঘাত
বয়স
রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়েছে? বিপদের ঝুঁকি এড়াতে কী করবেন? হোমিওপ্যাথিতে রয়েছে সমাধান
অমর শিল্পী তুমি, পর্ব-২: কাজের আশায়, তারকা অশোককুমারের গাড়িতে নয়, লোকাল ট্রেনে-বাসে ঘুরে বেড়াতেন কিশোর
মানসিক কারণ
রোগ প্রতিরোধ
নিয়মিত চেকআপ
ধূমপান
মানসিক চাপ
মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১: ভিতরকুঠি টেরাকোটা শিবমন্দির এক অনন্যসাধারণ কোচ স্থাপত্যশৈলীর উদাহরণ
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩২: আটার চেয়ে ময়দা ঢের গুণ ভালো?
ওষুধ
মদ্যপান
শরীরচর্চা
খাওয়াদাওয়ার অভ্যাস
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৫: রাজবাড়ি এবং অভিনব বিবাহপর্ব
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৭০: অন্য বাইশে শ্রাবণ
হোমিওপ্যাথি চিকিৎসা
যৌন সম্পর্কের সময়ে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না হতে পারার সমস্যা বা ‘ইরেকটাইল ডিসফাংশন’ (ইডি)-এর সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা খুবই কার্যকর।
হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ সাদৃশ্যের উপর নির্ভর করে রোগীর উপর প্রয়োগ করা হয়। তাই এক একটি ঔষধ এক এক জন রোগীর উপর ভাল কাজ করে। তবে কিছু ঔষধ এই রোগে খুব কার্যকর যা রোগের লক্ষণ কমাতে ও দ্রুত রোগ মুক্ত হতে সাহায্য করে। যেমন:
তবে হোমিওপ্যাথি ওষুধের কত পটেন্সি, কী পরিমাণে খেতে হবে তার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সঙ্গে রোগীর প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করলে এই যৌন সম্পর্কের সময়ে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না হতে পারার সমস্যা বা ‘ইরেকটাইল ডিসফাংশন’ (ইডি)-এর সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।