মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আপনি কি নতুন ফ্ল্যাট কিনেছেন? তার ঘরের ভিতর কোথায় কী রাখবেন, কোনটা কার সঙ্গে মানাবে, ছোট জায়গায় কোন জিনিসে ঘর সাজিয়ে নিলে যথাযথ হবে একথা ভেবে অনেকেই আজকাল অন্দরসজ্জা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু সকলের পক্ষে অতিরিক্ত এই খরচ বহন করা সম্ভব হয় না। তাই বলে কি পেশাদার বিশেষজ্ঞদের মতো ঘর সাজাতে ইচ্ছা হয় না?
একেবারে পেশাদারিত্বের ছোঁয়া না থাক, এই কয়েকটি টোটকা মাথায় রাখলে আপনি নিজে নিজেও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আপনার সাধের ঘরখানি।
ঘর সাজাতে এবং ছোট ঘরকে তুলনামূলক ভাবে বড় দেখাতে কোন কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি?
ঘর সাজাতে যে কোনও জিনিস কেনার আগে, সেই জিনিসটির মাপ দেখুন। যে জায়গায় রাখবেন, ভালো করে সেখানটি মেপে নিন। তারপর মাপ অনুযায়ী জিনিস কিনুন। যাতে কেনার পর ঘরে রাখতে আর কোনও সমস্যা না হয়।
ঘরের আকার যদি ছোট হয়, সেক্ষেত্রে ঘরের দেওয়ালে খুব গাঢ় রং করলে কিন্তু ঘর ছোট দেখাবেই তাই যে কোন হালকা রঙ করা উচিত।
আরও পড়ুন:

টুইটার অ্যাকাউন্ট আছে? এ বার নিয়ম ভাঙলেই সাতদিন বন্ধ থাকবে অ্যাকাউন্ট! জানিয়ে দিলেন মাস্ক

হোয়াটস অ্যাপেও কল রেকর্ডিংয়ের সুবিধা! নতুন বছরে মিলবে একগুচ্ছে আকর্ষণীয় ফিচার, কী কী দেখে নিন একঝলকে

ঘরের ‘কন্সিল ওয়্যারিং’ হওয়ার আগেই ঠিক করে নিন, কী ধরনের আলো বা স্ট্যান্ড লাগাতে চান। বিভিন্ন লাইটের সেটিং বিভিন্ন রকম হয়। কিছু আলো দেওয়ালের গায়ে আটকানো থাকে। আবার কিছু আলো সিলিং থেকে ঝোলে। তাই আগে থেকে সেই মতো বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না করলে পরে অসুবিধায় পড়তে পারেন।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: তরতাজা থাকতে নিয়মিত প্রোটিন সাপ্লিমেন্ট খান? বড়সড় বিপদ এড়াতে এই সব নিয়ম মেনে চলছেন তো?

‘নো মেকআপ লুক’ চাই? তাহলে ৫টি লিপস্টিক নিজের সংগ্রহে রাখতে পারেন

অনেকেই নোংরা হওয়ার ভয়ে ঘরে গাঢ় রঙের পর্দা ব্যবহার করেন। এর ফলে ঘরকে অনেক দেখতে ছোট লাগে। হালকা রঙের পর্দা ব্যবহার করলে ঘর অনেক উজ্জ্বল দেখায়।
অনেকেই ঘর সাজানোর জন্য ছোট ছোট মূর্তি বা শোপিস কিনে থাকেন। দেখতে ভালো লাগলেও ঘর সাজানোর ক্ষেত্রে পরিমিতি বোধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ঘরে প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে সাজাতে গেলে, ঘরের খোলা-মেলা ভাব নশ্ত হয়ে যায় এবং ঘর দেখতে ছোটও লাগে।

Skip to content