সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


মডিউলার কিচেন বানানোর আগে তার শেপ নিয়ে একটু ভাবনাচিন্তা করে নিন। যদি আপনার কিচেনে কম জায়গা থাকে তাহলে তার সেপ সোজাসুজি বা সমান্তরাল করুন। আর যদি অনেকটা জায়গা থাকে তাহলে এল সেপের মডিউলার কিচেন বানাতে পারেন।
মডিউলার বানানোর আগে কিচেনের জল বেরোনো আউটলেটগুলো সঠিকভাবে করে নিন। অর্থাৎ কিচেনের জলনিকাশি ব্যবস্থা যেন ভালো হয় সেদিকে সবসময় খেয়াল রাখবেন।
তাছাড়া ঘরের ইলেকট্রিক সুইচগুলোকে কোথায় বসাবেন তারও একটা ডিজাইন কিচেনের সেট তৈরি করার আগেই বানিয়ে ফেলুন।
এছাড়া কিচেনের স্টোরেজ বা ক্যাবিনেট কোথায় করবেন অর্থাৎ দেয়ালে ক্যাবিনেট হবে না কিচেন কাউন্টারের নীচে ড্রয়ার রাখবেন তা আগেই চিন্তা করে নিন।
কাউন্টার টপ বানানোর আগে খেয়াল রাখতে হবে এটি গ্রানাইটের হবে না মার্বেলের তৈরি হবে। কারণ বাড়িতে বেশি মশলাদার খাবার তৈরি হলে গ্রানাইটের হলে তা সহজে পরিষ্কার করা যাবে।
কিচেনের দেয়াল ঘন কালো বা গাঢ় রঙের পরিবর্তে উজ্জ্বল রং করুন। এতে কিচেনে আলোর প্রতিফলন ভালো হবে।
কিচেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অবশ্যই উন্নত মানের ইলেকট্রিক চিমনি লাগানো দরকার।

Skip to content