বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

নতুন বাড়ি মানেই নতুন ঘর। সংসারকে নতুন করে সাজানো। আর তাই যত্ন একটু বেশিই নিতে হবে। ভালো-বাসা তৈরি করতে হলে ধীরে ধীরে সাজাতে হবে ঘর, বারান্দা, হেঁশেল। এগুলো যত্নের সঙ্গে সাজালে আপনার বাড়ি অতিথিদের চোখে যেমন আকর্ষণীয় হয়ে উঠবে তেমনই শান্ত স্বচ্ছ নীড় তৈরি হবে সহজেই। তবে ঘর সাজাতে গিয়ে আপনি যদি ভুল ভ্রান্তি হয়, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। হয়তো দেখা গেল নতুন বাড়ি গোছানোর জায়গায় আরও অগোছালো হয়ে গেল। আর ঠিক সেই কারণেই ঘর সাজানোর সময় বেশকিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে জানতে হবে নতুন বাড়ি সাজানোর সময় কী কী করবেন আর কী কী করবেন না। তারই কিছু টিপস রইল আপনাদের জন্য।

নতুন ঘর সাজানোর সময় কী কী করবেন আর কী কী করবেন না। জেনে নিন—
● অতিরিক্ত আসবাব ঘরের সৌন্দর্য নষ্ট করতে পারে
নতুন বাড়িতে অতিরিক্ত আসবাব রাখবেন না। তাহলে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই আসবাব ব্যবহার করুন। বাড়িতে এমন আসবাব রাখুন যাতে একসঙ্গে অনেককিছু গুছিয়ে রাখতে পারেন। চারদিকে জিনিসপত্র যেন অগোছালো হয়ে না থাকে। যত্ন করে মনের মতো বাড়ি তো সাজাবেন, কিন্তু মনে রাখবেন নতুন বাড়ি সাজানোর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা অত্যন্ত জরুরি।

● বিছানার বালিশ রাখুন দু’টো
বিছানায় বালিশ থাকবে, সেটা স্বাভাবিক। তবে খেয়াল রাখবেন বিছানায় যেন দুটোর বেশি বালিশ না থাকে। বিছানায় ক’টি বালিশ রাখবেন, অনেকসময় এসবের উপরও বাড়ির সৌন্দর্য নির্ভর করে থাকে। তাই বিছানার উপর বেশি সংখ্যক বালিশ না রাখাই শ্রেয়। আর যদি সম্ভব হয়, তাহলে বড় বালিশের পরিবর্তে বিছানায় ছোট আকারের বালিশ রাখতে পারেন।

● আসবাবের বাইরে মেঝেতে বাকি থাকা জায়গা ফাঁকা রাখুন
আসবাব মেঝের যে জায়গা জুড়ে থাকে, তার বাইরে মেঝের বাকি অংশ ফাঁকা রাখুন। ঘরের আনাচেকানাচে অব্যবহৃত জিনিসপত্র ফেলে রাখা অনেকেরই স্বভাব। তাই এইসব এলোমেলো করে রাখা জিনিসগুলো এবার থেকে স্টোরেজ বা ক্যাবিনেটে রাখুন।

● গে আসবাবের রং তারপর নতুন বাড়ির রং করুন
অনেকেই নতুন বাড়ি করে আগে রং করে নেন। এই কাজে এবার বদল আনুন। আসবাবপত্রের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ির রং করুন। নয়তো শুধুমাত্র রঙের জন্য আপনার বাড়ির সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই আগে আসবাবপত্রের রং দেখে নিন। তারপর বাড়ি রং করার কথা ভাবুন। আসবাবের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি রং করলে যেমন সুন্দর দেখতে লাগবে তেমনই হাজার নীড়ের মাঝে আপনার বাড়ি হবে সেরা।

● জানলা ও দরজার মাপের পর্দা কিনুন
ঘর সাজানোর ক্ষেত্রে পর্দা হল একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই বাড়ির অন্যান্য সবকিছুর মতো পর্দাও হতে হবে আকর্ষণীয়। তাই আগে জানলা ও দরজার মাপ নিয়ে নিন। তারপর সেই মাপ অনুযায়ী পর্দা কিনুন। পর্দা দরজা, জানলার মাপের থেকে বড় হলে ভালো দেখাবে না। পর্দা কেনার সময় আরও একটা বিষয়ে খেয়াল রাখুন। তা হল পর্দার রং। ঘরের রঙের সঙ্গে মানানসই রঙের পর্দা কিনুন। এতে ঘরের শোভা দ্বিগুণ বেড়ে যাবে।

● দেওয়ালে থিমের কারুকার্য করতে পারেন
একটি ঘরের থেকে অন্য ঘর আলাদাভাবে সাজাতে চাইলে দেওয়াল বা সিলিংয়ে থিমের কারুকার্য করতে পারেন। তবে কোনও স্থায়ী থিম করলে একঘেয়ে লাগতে পারে। তাই প্রতিবছর যাতে নতুন নতুন থিম করতে পারেন এমনভাবেই দেওয়াল বা সিলিংয়ে থিমের কারুকার্য করুন। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে, আবার আপনার ঘর সহজেই আকর্ষণীয় হয়ে উঠবে।

● আলো রাখুন সকলের নজরে
নতুন ঘর সাজান আলো দিয়ে। তবে মনে রাখবেন আলো রাখতে হবে চোখের সামনে। যাতে সকলের নজরে আসে ওই আলো। তাই আলো খুব উঁচুতে না ঝুলিয়ে চোখের সামনে ঝোলান। তবে ঘরে এক বা দু’রকমের আলো লাগান। মনে রাখবেন, সবরকমের আলো একসঙ্গে লাগালে ঘরের আসল রূপ কখনওই ফুটে উঠবে না। সেইজন্য আলো লাগান তবে সেটা দু’রকমের হলেই যথেষ্ট।

Skip to content