ছবি প্রতীকী
আমরা এখন বেশিরভাগই ছোট ফ্ল্যাটে অভ্যস্ত। ফলে সাধ এবং সাধ্য থাকলেও স্বল্প পরিসরে নিজেদের মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তবে কিছু সহজ উপায় রয়েছে যেগুলি মাথায় রাখলে ছোট ফ্ল্যাটেও অনেকটা জায়গা বের করে নেওয়া সম্ভব।
● মেঝের প্রায় সবটাই দখল করে থাকে খাট। এই খাটকে আপনি তাকের মতো উপরে তুলে দিতে পারেন। প্রয়োজন একটি সিঁড়ি লাগিয়ে নিন। এতে মেঝের সব অংশটা আপনি ব্যবহার করতে পারবেন।
● আপনার সোফাকে ব্রেকফাস্ট এবং লাঞ্চ টেবিল করে নিন। এর জন্য আপনাকে সোফার পেছনের অংশটা একটু বাড়িয়ে নিতে হবে। তাহলে একদিকে আপনি যেমন সামনে দিকে সোফা পেয়ে যাবেন। অমনি পিছনেও পেয়ে যাবেন খাবার টেবিল। ফলে একসঙ্গেই হয়ে গেল আপনার ঘরের দুটি ফার্নিচার।
● কফি টেবিলকে শুধু সাজানোর আসবাব হিসেবে ব্যবহার না করে তার নিচের অংশটা ব্যবহার করতে এতে বক্স করে নিন। তাতে অনেক প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন।
● খাটের পাশের দেওয়ালে সেলফ তৈরি করে তাতে প্রয়োজনীয় বই, ঘর সাজানোর জিনিসপত্র রাখতে পারেন। তাছাড়া এই তাক এমন উচ্চতায় করুন, যাতে আপনি ল্যাপটপ রেখে অনায়াসে কাজ করতে পারেন। আবার প্রয়োজন হলে শুয়ে পড়ে সিনেমাও দেখতে পারবেন।
● পোশাকের আলমারিতে জিনিসপত্র শাড়ি জামা ঝুলিয়ে রাখার ব্যবস্থা করুন। দেখবেন ছোট ঘরেই অনেক জায়গা তৈরি হয়ে গিয়েছে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে