বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

একেবারে শেষ মুহূর্তে পুজোর কেনাকাটার সঙ্গে সঙ্গে জোরকদমে চলছে অন্দরসাজের তোড়জোড়ও। উৎসবে প্রত্যেকেই নিজেকে সাজানোর পাশাপাশি নিজেদের বাড়ি সাজিয়ে তোলেন। কিন্তু অনেকের ধারণা, ঘর সাজানো মানেই অনেক খরচ। কিন্তু আপনার এই ধারণা বদলে দেবে আজকের টিপস। রইল কম খরচে ঘর সুন্দর করে ঘর সাজিয়ে তোলার কিছু উপায়।
 

ব্যবহার করুন সুগন্ধি

ঘরকে প্রাণবন্ত করতে সুগন্ধি ব্যবহার করুন। এতে মন সতেজ হবে, ঘরও হবে সুগন্ধময়।
 

ফুল দিয়ে ঘর সাজান

কম খরচে ঘর সাজাতে ফুলের বিকল্প নেই। ঘরে ফুল রাখলে দেখবেন, নিজেকেও তরতাজা লাগে। একগুচ্ছ তাজা ফুল ঘরের এক কোণায় কাচের পাত্রের মধ্যে রাখুন। মন ভালো থাকবে। তেমনি ঘরও উজ্জ্বল দেখাবে।

 

কৃত্রিম ফুল

তাজা ফুল প্রতিদিন আনা সম্ভব না হলে কৃত্রিম ফুল আনুন। আজকাল অনেক ধরনের সুন্দর সুন্দর কৃত্রিম ফুল কিনতে পাওয়া যায়। চাইলে আপনি ঘরে বসেই তৈরিও করতে পারেন এ ধরনের ফুল। এতে আপনার সৃজনশীলতাও যেমন বাড়বে, তেমনি ঘরটাও অন্য রকম লাগবে।
 

মাটির প্রদীপ

বাজারে এখন নানাধরনের রঙের মাটির প্রদীপ পাওয়া যায়। সেই রকমের প্রদীপের সাহায্যে সারা ঘরে নানা ডিজাইন করে সাজালে পুজোর ঘরের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে।

আরও পড়ুন:

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী, তাই রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প খারিজ করল কলকাতা হাই কোর্ট

আজ একটু ভিন্ন স্বাদের রান্না করতে চান? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বিলেতি ধনেপাতা দিয়ে ভোলা মাছ

 

রঙিন আলোর ছোঁয়া

নানা রঙের আলো দিয়ে ঘর সাজানোও এখন অনেকে পছন্দ করেন। পুজোতে ঘরে আনুন এরকমই নানান ধরনে বৈদ্যুতিন আলো। আপনার পছন্দের নানারকমের টুনি লাইট দিয়েও বাড়ি-ঘর সাজাতে পারেন।
 

দেওয়ালের সাজ

সঠিক রং হোক বা নকশা, বসার ঘরের দেওয়ালের সাজ বিশেষ হওয়া অত্যন্ত জরুরি। যাঁরা অল্প খরচে ঘর সাজাতে পছন্দ করেন। তাঁরা নকশাবিহীন একরঙা দেওয়াল রাখতে পারেন।
 

ঘরে গাছ রাখুন

ঘরে ছোট ছোট গাছ রাখতে পারেন। তাতে কিছুটা হলেও প্রকৃতির ছোঁয়া থাকবে ঘরে। তবে অবশ্যই টবের যত্ন নিতে হবে। যাতে জল জমে না থাকে। এখন বিভিন্ন ধরণের নকশা আঁকা টব পাওয়া যায় সেগুলিতে গাছ রাখলে দেখতে সুন্দর লাগে।


Skip to content