রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আমরা যতই সারাদিন এদিক ওদিক যাই না কেন, সারাদিনের শেষে নিশ্চিন্তের আশ্রয় কিন্তু আমাদের একমাত্র বেডরুমখানি। তাতেই যতো ভালোবাসা, প্রশ্রয়, আদুরে ঘুম সবই হয়ে থাকে। আমরা সকলেই চাই সেই ঘরকে সাজাবেন যতনে। যাতে প্রত্যেকটি অবসরের মুহূর্ত হয়ে ওঠে সুন্দর। বেডরুম সাজানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। খুব বেশি জিনিস যেন তাতে না থাকে। তাই বেছে বেছে এমন জিনিস রাখবেন, যা দেখতেও সুন্দর, আর ব্যবহারের উপযোগী।
বেডরুম অর্থাৎ শোওয়ার ঘরে খাট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নিজের চাহিদা মতো পুরনো ডিজাইনের খাট বানিয়ে নিতে পারেন। আবার আধুনিক খাটও কিনে পারেন। এখন অনেকেই মডার্ন উডের খাট পছন্দ করেন। অনেকে আবার বেডরুমে বক্সখাট রাখতে পছন্দ করেন। এতে সুবিধা হল, দরকারি জিনিসপত্র রাখার বাড়তি জায়গাও পাওয়া যায়।

খাটের উপরে কেমন গদি পাতবেন সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বস্তুটি ঠিকঠাক না হলে ঘুম তো ভালো হবেই না, উপরন্তু শরীরে ব্যথা-বেদনাও অনুভব করবেন। তাই হয় ভালো কারিগর দিয়ে গদি বানাবেন, নয়তো ভালো সংস্থার জিনিস কিনবেন।
আরও পড়ুন:

মেটা এবং টুইটারের ছাঁটাই করা দক্ষ কর্মীদের চাকরি দিতে বিশেষ উদ্যোগী টাটার এই সংস্থা, চাকরির সুযোগ ভারতেও

যাত্রী সুরক্ষায় আরও নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগী রেল, ধাপে ধাপে সব ট্রেনে বসবে উচ্চ প্রযুক্তির ক্যামেরা

গদির সঙ্গেই ম্যাচ করে বালিশ আর চাদর কিনতে হবে। এতে বেডরুম অর্থাৎ শয়নকক্ষের সৌন্দর্য আরও বেড়ে যাবে। গোটা ঘরে একটা প্রশান্তির পরিবেশ তারি হবে।

শোওয়ার ঘরে শুধু খাট রাখলেই হবে না একটা বসার জায়গাও রাখা প্রয়োজন। ছোট্ট একটি সোফা বা দু’টি সুন্দর চেয়ার রেখে দিতে পারেন। এতে আপনিও যখন তখন বসতে পারবেন, আবার কেউ বেডরুম দেখতে এলে তাঁকেও বসতে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:

ডায়াবেটিস থাকবে দূরে, জেনে নিন কোন ফল কতটা পরিমাণে খাবেন, আর কোনটা খেতে হবে সাবধানে, দেখুন ভিডিয়ো

খাই খাই: হারিয়ে যাওয়া পদ—গরমে পাতে থাকুক স্বাস্থ্যকর চিংড়ি দিয়ে শিমদানার ডাল

বেডরুমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হল টেবিল ল্যাম্প ও আয়নাযুক্ত ড্রেসিং টেবিল। সকালে উঠে সাজসজ্জার জন্য ড্রেসিং টেবিলই খুবই প্রয়োজনীয়। আবার রাতের বেলা আলো আন্ধারিতে নিজেদের সময় কাটাতে ভরসা টেবিল ল্যাম্প। বইপড়া বা লেখালেখির শখ যাঁদের রয়েছে, তাঁদের ক্ষেত্রে খুবই কার্যকরী এটি।

Skip to content