ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
আপনার পছন্দের সাধের বাড়িতে নানা কারণে নোনা ধরতে পারে। বিশেষ করে বর্ষাকালের শুরুতে। কারণ ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা দেওয়ালগুলি অনেক সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়া সহ্য করতে পারে না। ফলে খুব সহজেই দেওয়ালগুলোতে নোনা ধরে যায়। বৃষ্টি ছাড়াও নানা কারণে দেওয়ালে নোনা ধরতে পারে। বাড়ি তৈরির সময় বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট, ক্লোরাইড, নাইটেড জাতীয় জিনিস ব্যবহার কিংবা নিকাশি ব্যবস্থা ভালো না থাকলে দেয়ালে নোনা ধরে প্লাস্টার খসে খসে পড়তে থাকবে যা খুবই দৃষ্টিকটু হয়ে যায়। এর থেকে বাঁচবার জন্য কতগুলি ঘরোয়া উপায় আছে।
● সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে বাড়িতে প্লাস্টার করার পরে ভালো রং লাগাতে হবে। কারণ ভালো রং না হলে তা দেয়াল থেকে খসে খসে পড়ে যেতে পারে এবং খুব সহজেই দেয়ালে নোনা ধরে যেতে পারে।
● বাড়িতে যাতে ভালোভাবে রোদ হাওয়া প্রবেশ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
● দু-তিন বছর অন্তর দেয়ালের রং যদি সম্ভব হয় পাল্টে ফেলা ভালো।
● খুব বেশি পরিমাণে যদি দেয়ালের নোনা ধরে যায় তাহলে পুরনো প্লাস্টার ছাড়িয়ে ফেলে নতুন করে প্লাস্টার লাগিয়ে তাতে অবশ্যই রঙের প্রলেপ দিয়ে দেবেন।
● বিশেষজ্ঞদের মতে, কংক্রিটের দেয়াল এর ওপরে যদি কাঠের ফলস দিওয়ালি লাগিয়ে দিতে পারেন তাহলে কাঠ ভিজে ভাব খুব সহজেই শুষে নিতে পারে। ফলে আপনার দেয়ালে নোনাভাব সহজে লাগবে না।
● এছাড়াও তেতুল ও রসুনের রস দেওয়াল পরিষ্কার করে লাগিয়ে দিয়ে তার ওপরে যদি রঙের প্রলেপ দেওয়া যায় তাহলে সহজে নোনা ধরে না বলে শোনা যায়।