ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
ঘরের বেডরুম হল এক গুরুত্বপূর্ণ জায়গা৷ যেখানে সারাদিনের ক্লান্তির লাঘব থেকে শুরু করে রাতের সুখস্বপ্ন সবই রোপিত হয়। কিন্তু এই বেডরুমের যত্ন আমরা কীভাবে নেব? কেমনই বা হবে বেডরুমের রং? সবকিছুই জানব আমরা৷
● গোলাপি রং খুবই আবেগপূর্ণ রং। বহু মানুষই এই রংটিকে ভালোবাসেন। আপনি যদি চান এই রংটিকে শোবার ঘরে ব্যবহার করতে পারেন। গোলাপির সঙ্গে রাখতে পারেন আরও বিভিন্ন রং৷ গোলাপি ও সাদা এই দুটি রংকে যদি আপনি আপনার বেডরুমে স্থান দেন তাহলে তার সৌন্দর্যে পুলকিত হবেন আপনি ও আপনার পরিবার। সাদা রং ইতিবাচকের কথা বলে এবং মন ও মাথা ঠান্ডা রাখতে এর জুড়ি মেলা ভার।
● চাইলে ঘরে রং করতে পারেন ল্যাভেন্ডার ও অব হোয়াইট। এই দুটি রঙের কম্বিনেশন খুবই পুরোনো। মনোবিজ্ঞান মতে, ল্যাভেন্ডার রংকে নিরাময়ের রং বলা হয়। মন শান্ত রাখতেও সহায়তা করে এই রং৷
● নীল রং যদি আপনার প্রিয় হয় তাহলে আপনি নীল রঙের সঙ্গে গোলাপি রঙকে মিলিয়ে ব্যবহার করতে পারেন। নীল রং নির্মলতা, প্রশান্তি ও অনুভূতির কথা বলে। তার সঙ্গে গোলাপির মেলবন্ধন এক অপূর্ব আবেশ সৃষ্টি করবে আপনার বেডরুমকে৷
● বেডরুমকে চমকপ্রদ করে তুলতে সাদা ও নীল রঙের কোনও একটি শেডও ব্যবহার করতে পারেন। এই দুটি রং একে অপরের পরিপূরক। ফলে আপনার ঘর হবে তাজা, বাতাসযুক্ত ও প্রশান্তিময়।
● ঘরে সুখ ও স্বতঃস্ফূর্ততার ছায়া রাখতে আপনি বেডরুমে ব্যবহার করতে পারেন হলুদ ও গোলাপি রং। এই হলুদ রং সৃজনশীলতার কথা বলে। তাই সুন্দর নরম গোলাপি রঙের পাশে আপনি রাখতেই পারেন এই হলুদ রং।
● সবুজ এবং বাদামি রঙের পোশাক পরাতে পারেন আপনার বেডরুমকে। সবুজ রং খুবই শান্ত, এর সঙ্গে বাদামি রং মিশে ঘরকে করে তুলবে মনোরম। তাই আপনি ব্যবহার করতেই পারেন এই দুটি রং৷
প্যাস্টেল হলুদ ও ধূসর এই দুটি রঙের সমন্বয়ে সাজিয়ে তুলুন বেডরুমকে। অনেক কম্বিনেশনের মধ্যে এই রং দুটিও বাড়িয়ে তুলবে আপনার বেডরুমের শোভা৷
প্যাস্টেল হলুদ ও ধূসর এই দুটি রঙের সমন্বয়ে সাজিয়ে তুলুন বেডরুমকে। অনেক কম্বিনেশনের মধ্যে এই রং দুটিও বাড়িয়ে তুলবে আপনার বেডরুমের শোভা৷