বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ঘরের বেডরুম হল এক গুরুত্বপূর্ণ জায়গা৷ যেখানে সারাদিনের ক্লান্তির লাঘব থেকে শুরু করে রাতের সুখস্বপ্ন সবই রোপিত হয়। কিন্তু এই বেডরুমের যত্ন আমরা কীভাবে নেব? কেমনই বা হবে বেডরুমের রং? সবকিছুই জানব আমরা৷

গোলাপি রং খুবই আবেগপূর্ণ রং। বহু মানুষই এই রংটিকে ভালোবাসেন। আপনি যদি চান এই রংটিকে শোবার ঘরে ব্যবহার করতে পারেন। গোলাপির সঙ্গে রাখতে পারেন আরও বিভিন্ন রং৷ গোলাপি ও সাদা এই দুটি রংকে যদি আপনি আপনার বেডরুমে স্থান দেন তাহলে তার সৌন্দর্যে পুলকিত হবেন আপনি ও আপনার পরিবার। সাদা রং ইতিবাচকের কথা বলে এবং মন ও মাথা ঠান্ডা রাখতে এর জুড়ি মেলা ভার।

চাইলে ঘরে রং করতে পারেন ল্যাভেন্ডার ও অব হোয়াইট। এই দুটি রঙের কম্বিনেশন খুবই পুরোনো। মনোবিজ্ঞান মতে, ল্যাভেন্ডার রংকে নিরাময়ের রং বলা হয়। মন শান্ত রাখতেও সহায়তা করে এই রং৷

নীল রং যদি আপনার প্রিয় হয় তাহলে আপনি নীল রঙের সঙ্গে গোলাপি রঙকে মিলিয়ে ব্যবহার করতে পারেন। নীল রং নির্মলতা, প্রশান্তি ও অনুভূতির কথা বলে। তার সঙ্গে গোলাপির মেলবন্ধন এক অপূর্ব আবেশ সৃষ্টি করবে আপনার বেডরুমকে৷

বেডরুমকে চমকপ্রদ করে তুলতে সাদা ও নীল রঙের কোনও একটি শেডও ব্যবহার করতে পারেন। এই দুটি রং একে অপরের পরিপূরক। ফলে আপনার ঘর হবে তাজা, বাতাসযুক্ত ও প্রশান্তিময়।

ঘরে সুখ ও স্বতঃস্ফূর্ততার ছায়া রাখতে আপনি বেডরুমে ব্যবহার করতে পারেন হলুদ ও গোলাপি রং। এই হলুদ রং সৃজনশীলতার কথা বলে। তাই সুন্দর নরম গোলাপি রঙের পাশে আপনি রাখতেই পারেন এই হলুদ রং।

সবুজ এবং বাদামি রঙের পোশাক পরাতে পারেন আপনার বেডরুমকে। সবুজ রং খুবই শান্ত, এর সঙ্গে বাদামি রং মিশে ঘরকে করে তুলবে মনোরম। তাই আপনি ব্যবহার করতেই পারেন এই দুটি রং৷
প্যাস্টেল হলুদ ও ধূসর এই দুটি রঙের সমন্বয়ে সাজিয়ে তুলুন বেডরুমকে। অনেক কম্বিনেশনের মধ্যে এই রং দুটিও বাড়িয়ে তুলবে আপনার বেডরুমের শোভা৷

Skip to content