![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Eragrostis.jpg)
কুশ। সংগৃহীত।
রামায়ণের অন্তিম পর্বে দেবী সীতা যখন ঋষি বাল্মিকীর আশ্রমে আশ্রয় নিয়েছিলেন সেই সময় নাকি কুশের উৎপত্তি হয়। একদিন সীতা দেবী বনে কাঠ কুড়াতে যাওয়ায় আগে মুনিবরকে বলে যান তাঁর শিশু পুত্র লবকে যেন তিনি লক্ষ্য দেন। কিন্তু খানিকটা সময় পরেই মুনি বাল্মিকী লবকে খুঁজে না পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং সীতা ফিরে আসার পূর্বেই তিঁনি অবিকল লবের ন্যায় দেখতে একটি কুশের মূর্তি তৈরি করে তাঁতে প্রাণ প্রতিষ্ঠা করেন।
খানিকটা সময়ের পর সীতা ফিরে এলেন এবং তার পর পরই লবও বনের মধ্যে থেকে ফিরে এলেন তখন হতবম্ব সীতা একই রকম দেখতে লব ও কুষকে দেখে বাল্মিকীকে প্রশ্ন করলেন। উত্তরে বাল্মিকী সমস্ত ঘটনা খুলে বললেন এবং তারপর থেকেই কুশ দিয়ে তৈরি ওই বালকের নাম হয় কুশ। এইভাবেই লব কুশ একে অপরের হরিহরআত্মা হয়ে বড় হতে থাকে।
সেই পরিস্থিতিকে স্থিতাবস্থায় ফিরিয়ে আনার জন্য বিষ্ণু, কচ্ছপ অবতার ধারণ করে এবং নিজের পিঠের ওপর সেই পর্বতকে ধারণ করে সমুদ্র মন্থন সুসম্পন্ন করেন। সেই সময় কচ্ছপের গা থেকে কিছু কেশরাশি ঢেউয়ের সঙ্গে মেশে এবং পরবর্তীকালে তীরে এসে পৌঁছায় এবং সেই কেশ থেকেই জন্ম হয় কুশ নামক উদ্ভিদের। এই কারণেই বিষ্ণুর উপাসকরা তাঁদের কেশদানের সময় কেশরাশিকে কুশ স্পর্শ করে কেটে ফেলেন। অনেকেই দুঃস্বপ্ন বা খারাপ কোন শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে বিছানার তলায় রাত্রে ঘুমাবার সময় কুশ রাখেন।
এই কুশ নিয়ে আরও একটি লোককথা প্রচলিত আছে। সমুদ্র মন্থনের পর দেবতাদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পর উদ্বৃত্ত খানিকটা অমৃতের সন্ধান পান বিষ্ণুর বাহন গরুড়ের সৎভাই কদরু। কদরু তখন অমৃত লাভের চেষ্টায় উদ্যত হন কিন্তু তা গরুর পাখি লক্ষ্য করেন এবং গরুর সেই অমৃত পাত্র কেড়ে নেন। নেওয়াযর সময় খানিকটা অংশ ঘাসের ডগায় পরে এবং তা পাওয়ার আশায় সাপ সেই ঘাসের ডগা চাটতে থাকেন। অমৃত যে ঘাসে পড়ে সে অমরত্ব পায়, কিন্তু ওই ঘাসের ডগা সাপের জিহ্বাকে কেটে দুফলা করে দেয় এবং সেই সময় থেকেই নাকি সাপের দ্বিধা বিভক্ত হয়েছে। এই সকল কারণেই হয়তো আজও হিন্দুদের সংস্কার ও সংস্কৃতিতে সমানভাবে মিলেমিশে রয়েছে কুশের আধিপত্য।
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Keya-Tree-1.jpg)
হাত বাড়ালেই বনৌষধি, পর্ব-২৮: কেতকী গাছের এই সব স্বাস্থ্যগুণের কথা জানতেন?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Shali-River.jpg)
সুন্দরী শালি নদী চলে এঁকেবেঁকে…
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Kolkata-Foods.jpg)
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১০: রাজ ও স্প্যানিশ
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Kishore-Kumar-1.jpg)
অমর শিল্পী তুমি, পর্ব-১১: কার মন ভোলাতে এলে তুমি আজ…
এক নজরে
গাছের পরিচিতি
গাছের প্রকৃতি
গাছের বিস্তৃতি
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Sundarban-1-1.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৮: সুন্দরবনে বিচিত্র অবয়বের দেবতা জ্বরাসুর
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Health-3.jpg)
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪২: অ্যান্টিবায়োটিক খেলেই গন্ডগোল?
চিকিৎসাশাস্ত্রে ব্যবহার
হিন্দুদের যে কোনও শাস্ত্রীয় আচার অনুষ্ঠানে যেমন কুশের পাতা ব্যবহার করা হয় তেমনিই আয়ুর্বেদশাস্ত্র মতে কোষের মূল ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।
অর্শ জনিত রক্তপাত বন্ধ করতে
ঘর্মজনিত দুর্গন্ধ দূরীকরণে
কোষ্ঠকাঠিন্য দূরীকরণে
ফোঁড়া ও ক্ষত নিরাময়ে
চর্মরোগ সারিয়ে তুলতে
মেনোরাজিয়া রোগের ক্ষেত্রে
তেজস্ক্রিয়তা শোষণ করতে
অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে
এছাড়াও, বর্তমান বিজ্ঞানের আশীর্বাদে কুশগাছের মূল থেকে অ্যাজমা, জন্ডিস, মূত্র জনিত সমস্যার ওষুধ তৈরি হচ্ছে।