দেশ জুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও তেলঙ্গনার মতো একাধিক রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে টম্যাটো ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, মূলত যে সব শিশুর বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে তাদেরই ‘টম্যাটো ফ্লু’ হতে পারে। এই মুহূর্তে উপসর্গভিত্তিক চিকিৎসা করেই আক্রান্তদের সুস্থ করার চেষ্টা চলছে। তবে চিকিৎসার সঙ্গে সঙ্গে ‘টম্যাটো ফ্লু’ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সতর্কতামূলক প্রচারও শুরু করা হয়েছে।
অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে?
● এটি এক প্রকার ভাইরাস ঘটিত সংক্রামক রোগ। ফলে একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পরতে পারে। তাই সর্বদা সতর্ক থাকা জরুরি।
টম্যাটো ফ্লু-এর উপসর্গ
● প্রচণ্ড জ্বর, খিদে কমে যাওয়া, প্রচণ্ড মাথা ও গা ব্যথা, ছোট ছোট লাল রঙের ফোস্কার মতো ক্ষত, হাত ও পায়ের তালুতে ঘামাচির মতো র্যা শ, ত্বকে জ্বালাভাব, ক্লান্তি, বমি, হাত-কনুই-গলার ত্বকের রং পরিবর্তন, ডিহাইড্রেশন, গাঁটে ও পেটে ব্যথা, পাতলা পায়খানা, কাশি, সর্দি প্রভৃতি হতে পারে। টম্যাটো ফ্লু-এর সঙ্গে চিকুনগুনিয়ার উপসর্গের অল্পবিস্তর মিল রয়েছে।