ছবি প্রতীকী
ভারতেও থাবা বসাল মাঙ্কিপক্স? সদ্য বিদেশ সফর করা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি কেরলের বাসিন্দা। তাঁর শারীরিক নমুনা পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। কেরল সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ওই ব্যক্তি সত্যিই মাঙ্কিপক্সে সংক্রমিত কি না, তা জানা যাবে নমুনা পরীক্ষার ফল হাতে এলে। তবে তিনি এও জানিয়েছেন, অসুস্থ ব্যক্তি বিদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে ছিলেন বলে প্রশাসনের কাছে খবর রয়েছে।
এ প্রসঙ্গে কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ওই ব্যক্তি সত্যিই মাঙ্কিপক্সে সংক্রমিত কি না, তা জানা যাবে নমুনা পরীক্ষার ফল হাতে এলে। তবে তিনি এও জানিয়েছেন, অসুস্থ ব্যক্তি বিদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে ছিলেন বলে প্রশাসনের কাছে খবর রয়েছে।
একাধিক দেশে মাঙ্কিপক্স ধরা পড়ায় ভারতেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, মাঙ্কিপক্স হল একটি ভাইরাস। প্রাণীদের মাধ্যমে মানবদেহে সংক্রামিত হয়েছে। অনেকটা জলবসন্ত বা স্মল পক্সের মতোই উপসর্গ৷ যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, এই রোগ সংক্রামক হলেও স্মলপক্সের মতো এর প্রভাব এতটা মারাত্মক নয়।
প্রথমদিকে খুব জ্বর হয়, গা-হাত-পায়ে প্রচণ্ড ব্যথা করে, কিছুটা আবার ডেঙ্গির মতো৷ ঘাড়ের গ্ল্যান্ডগুলো ফুলে যায়৷ ফুলতে পারে শরীরের অন্যান্য গ্ল্যান্ডও। জলবসন্তের মতো শরীরে পদ্মপাতায় জলের বিন্দুর মতো র্যািশ বেরোয়৷ এইগুলো শুকিয়ে যাওয়ার পর সেখান থেকে অন্য কারও সংক্রমিত হতে পারে৷ কারও কারও আবার কাঁপুনি আসতে পারে। অনেকে খুব ক্লান্তিও অনুভব করতে পারেন।
প্রথমদিকে খুব জ্বর হয়, গা-হাত-পায়ে প্রচণ্ড ব্যথা করে, কিছুটা আবার ডেঙ্গির মতো৷ ঘাড়ের গ্ল্যান্ডগুলো ফুলে যায়৷ ফুলতে পারে শরীরের অন্যান্য গ্ল্যান্ডও। জলবসন্তের মতো শরীরে পদ্মপাতায় জলের বিন্দুর মতো র্যািশ বেরোয়৷ এইগুলো শুকিয়ে যাওয়ার পর সেখান থেকে অন্য কারও সংক্রমিত হতে পারে৷ কারও কারও আবার কাঁপুনি আসতে পারে। অনেকে খুব ক্লান্তিও অনুভব করতে পারেন।