ছবি: প্রতীকী।
সম্প্রতি ল্যানসেট পত্রিকায় একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে কমবেশি ৮০ কোটি মানুষ কোমরে ব্যথার সমস্যায় ভুগবে। কোমরে ব্যথার সমস্যাও ৩৬ শতাংশ বৃদ্ধি পাবে।
চিকিৎসকদের বক্তব্য, অনেকেই পিঠে ব্যথার মতো সমস্যাকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু অনেকেই হয় তো জানেন না, পিঠের ব্যথাকে গুরুত্ব না দিলে দীর্ঘস্থায়ী নানান রোগের সুত্রপাত হয়। কোমরে ব্যথার জেরে ডায়াবিটিস, হৃদ্রোগ এবং মানসিক অস্থিরতার মতো শারীরিক সমস্যা অচিরেই দেখা দিতে পারে বলে চিকিৎসকদের একাংশের বক্তব্য। ফলে পিঠে ব্যথার সমস্যাকে এড়িয়ে না গুরুত্ব দিয়ে চিকিৎসা শুরু করা খুবই প্রয়োজনীয়। সেই সঙ্গে নিত্যদিনে জীবনযাপনেও কিছু বদল নিয়ে আসা প্রয়োজন।
ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?
স্বাদে-আহ্লাদে: আম কাসুন্দি প্রিয়? বানানোর সময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন
কোন কোন দিকে খেয়াল রাখা জরুরি?
নিয়মিত শরীরচর্চা
থাকবে।
ওজন নিয়ে সতর্ক হতে হবে
কয়েক লক্ষ জিমেল এবং ইউটিউব অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগ্ল! আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত তো?
দশভুজা: পিকনিক দল থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু: তাঁর লেন্সের বিস্তৃতি ছিল বিস্ময়কর
একটানা বসে কাজ নয়