শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

একটি মাত্র রক্ত পরীক্ষা করেই জানা যাবে আগামী চার বছরের মধ্যে কারও স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শতকরা কত ভাগ। শুধু তাই নয়, স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাব্য সময়ও জানা যাবে। আমেরিকার এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এক বিজ্ঞান বিষয়ক পত্রিকায়। গবেষণায় বলা হয়েছে, একটি বিশেষ ধরনের রক্ত পরীক্ষা পদ্ধতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এই রক্ত পরীক্ষা সাধারণ রক্ত পরীক্ষার থেকে দ্বিগুণ কার্যকর। এতে রক্তে উপস্থিত ২৭ রকমের প্রোটিন পরীক্ষা করা হয়! কমবেশি ১১ হাজার ব্যক্তির উপর এই বিশেষ পদ্ধতি পরীক্ষা করা হয়েছে। সাফল্যও মিলেছে চমকপ্রদ, দাবি গবেষকদের। গবেষকরা ৫০০০ রকমের প্রোটিন খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তার মধ্যে ২৭ রকমের প্রোটিন চিহ্নিত করেছেন। রক্তের সেই প্রোটিন পরীক্ষা মাধ্যমেই জানা যাবে আগামী চার বছরের মধ্যে কার স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে।

Skip to content