শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণ। স্থানীয়ভাবে যে দেশগুলিতে এই রোগ ছড়িয়েছিল তার বাইরেও আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের ডিজিজ এজেন্সি। এই তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইটালি, ফ্রান্স-সহ মোট ২১৯টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা করছে, ভবিষ্যতে মাঙ্কিপক্স আরও ছড়িয়ে পড়বে। চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হারও। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ সবথেকে বেশি ছড়াচ্ছে সমকামী পুরুষদের মধ্যেই। পর্তুগাল সরকারের রিপোর্ট অনুযায়ী, সে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ৭৪ জনই পুরুষ। এদিকে, ইংল্যান্ড ও স্পেনে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৯০ জন এবং ৯৮জন মানুষের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। তবে সংক্রমণ মারাত্মক আকার নিলে বসন্তের টিকা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আগাম সতর্কতার জন্য জার্মানিও ৪০ হাজার বাভারিয়ান নর্ডিক ভ্যাকসিন মজুত রাখার পরিকল্পনা নিয়েছে। উল্লেখ্য, গবেষণার কিছু বাঁদর পোষা হয়েছিল ১৯৫৮ সালে। প্রথম সেই বাঁদরদের মধ্যেই মাঙ্কিপক্স উপসর্গ দেখা যায়। আর ১৯৭০ সালে এই সংক্রমণ ছড়ায় মানুষদের মধ্যে।

Skip to content