রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

২০২০ সাল থেকে আমাদের প্রাত্যহিক ব্যবহার্য বস্তুগুলির মধ্যে আর একটি অতি মূল্যবান বস্তু যুক্ত হয়েছে, কোনওরকম ভণিতা না করেই বোঝা সম্ভব যে সেই অতিমূল্যবান বস্তুটি হল মাস্ক। আজকাল তো সবাই পোশাকের সঙ্গে মানানসই মাস্ক বানিয়েও নিচ্ছেন। মাস্ক ব্যবহার তো করছেন কিন্তু সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করছেন তো! পরপর দুটো ঢেউ পার করে করোনার তৃতীয় ঢেউয়ের মুখোমুখি এবার বিশ্ব। ওমিক্রনের মতো অত্যন্ত সংক্রমণযোগ্য একটি ভেরিয়েন্ট-এর আবির্ভাবের পরে সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করার বিষয়টির দিকে বোধহয় আমাদের আরও একবার গুরুত্বের সঙ্গে নজর দেওয়ার সময় এসেছে। এবার ‘স্যাভলন’ এই বিষয়ে অত্যন্ত সার্থকতার সঙ্গে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। দেখে নেওয়া যাক ঠিক কী বলছে ‘স্যাভলন’?

মানুষ সচরাচর যে তিন ধরনের মাস্ক ব্যবহার করে থাকেন তার মধ্যে কাপড়ের মাস্ক হল এক ধরনের ঢিলেঢালা বায়ুচলাচলরকারী মাস্ক যা পরিধানকারীর মুখ এবং নাকের মধ্যে এক ধরনের বাধা তৈরি করে থাকে। সার্জিক্যাল মাস্ক হল একটি ত্রিস্তরীয় মাস্ক যা চিকিৎসাকর্মীরা তাঁদের চিকিৎসাকর্ম সম্পন্ন করার সময় ডাক্তার এবং রোগী উভয়েই শারীরিক নিরাপত্তার রক্ষার কারণে ব্যবহার করে থারেন। অন্যদিকে, এন৯৫ রেসপিরেটর হল ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম যা পরিধানকারীর শ্বাসযন্ত্রের বিভিন্ন বায়ুবাহিত দূষিত কণা এবং অ্যারোসলজাতীয় দূষিত পদার্থ প্রবেশ করা থেকে রক্ষা করে।

এন৯৫/এফএফপি২ বিভিন্নপ্রকার ফ্লু, সংক্রমণ এবং অনিবার্য বায়ুবাহিত ভাইরাসের সংক্রমণে একটি অন্যতম প্রধান প্রতিরোধক হিসাবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। বিভিন্ন সংক্রমক অসুখ থেকে নিরাপত্তার জন্য ব্যবহৃত এন৯৫/এফএফপি২ মাস্কগুলি সাধারণত ইলেক্ট্রোস্ট্যাটিক্যালি চার্জযুক্ত মেল্ট-ব্লোন ফিল্টার সহ পাঁচটি স্তরযুক্ত হয়ে থাকে, যা ০.৩ মাইক্রনের মতো ছোট ছোট বায়ুবাহিত কণার অ্যারোসল থেকে আমাদের শ্বাসযন্ত্রকে সুরক্ষিত রাখে। এই ধরনের মাস্কগুলি অত্যন্ত সফলভাবে ব্যাকটেরিয়া, ভাইরাল এবং পার্টিকুলেট অ্যারোসোলগুলিকে ফিল্টার করে থাকে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান কনফারেন্স অফ গভর্নমেন্টাল ইন্ডাস্ট্রিয়াল হাইজিনিস্ট (এসিজিআইএইচ) তাদের সাম্প্রতিক গবেষণাগুলিতে দেখিয়েছে যে এন৯৫ মাস্ক ও কাপড়ের মাস্ক পরা দু’জন ব্যক্তির মধ্যে এন৯৫ মাস্ক পরা মানুষটি সংক্রমণের ক্ষেত্রে পঞ্চান্ন গুণ বেশি সুরক্ষপূর্ণ অস্থানে রয়েছেন।

স্যাভলন অনুমোদিত এফএফপি২ মাস্কের মান কিন্তু এন৯৫ মাস্কের সঙ্গে তুলনীয়। এই ধরনের মাস্কের বাইরে রয়েছে একটি স্প্ল্যাশ প্রতিরোধকারী স্তর যা ঘাম বা আর্দ্রতা প্রতিরোধকারী স্তর হিসাবেও কাজ করে থাকে। এর ভিতরের স্তরটি হল এক বা একাধিক ইলেক্ট্রোস্ট্যাটিক চার্জযুক্ত মেল্ট-ব্লোন ফিল্টার সমৃদ্ধ স্তর। ইলেক্ট্রোস্ট্যাটিক্যালি চার্জযুক্ত মেল্ট ব্লোন ফিল্টারগুলি মাস্কের সংক্রামক অ্যারোসলকে আটকে রাখার ক্ষমতা বাড়ায় এবং উচ্চ মাত্রার ফিলট্রেশন অর্জনের ফলে শ্বাস-প্রশ্বাসের আপেক্ষিক স্বাচ্ছন্দ্য প্রদানের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

কীভাবে ব্যবহার করবেন? ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (এনআইওএসএইচ) তাদের একটি গবেষণায় দেখাচ্ছে, একটি সার্জিক্যাল মাস্ক কাশি থেকে নির্গত ৫৯ শতাংশ রেসপিরেটরি অ্যারোসলকে ব্লক করত পারে, যেখানে একটি তিন স্তরের কাপড়ের মাস্ক এই অ্যারোসলগুলিকে ব্লক করতে পারে ৫১ শতাংশের মতো, অপরদিকে একটি এন৯৫ মাস্কের অ্যারোসল ব্লক করার ক্ষমতা ৯৫ শতাংশ পর্যন্ত। সেক্ষেত্রে আপনি যদি একটি এফএফপি২ বা এন৯৫ মাস্ক পরে থাকেন, তাহলে ডবল মাস্ক না পরলেও চলবে। আপনি যদি আপনার ব্যবহারের জন্য একটি বহু-স্তরযুক্ত স্যাভলন এফএফপি২ এস মাস্ক বেছে নেন তাহলে সেক্ষেত্রে যেহেতু এটি একটি ইলেক্ট্রোস্ট্যাটিকস চার্জযুক্ত মেল্ট-ব্লোনসহ এমন একটি মাস্ক এবং এতে পাঁচস্তর বিশিষ্ট ফিলট্রেশনের ব্যবস্থাও রয়েছে তাই এটি ব্যবহার করলেই আপনি আপনার স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত হতে পারেন।

এছাড়াও, মাস্ক পরার আগে ও মাস্ক খোলার পরে আপনার হাতের পরিচ্ছন্নতার দিকটিও খেয়াল করাও কিন্তু ভীষণ জরুরি। এইক্ষেত্রে প্যাক-এ লিখিত নির্দেশাবলি অত্যন্ত মনোযোগ সহকারে পালন করা উচিত।
তাই নিয়ম মেনে মাস্ক পরুন, করোনা থেকে দূরে থাকুন৷

Skip to content